Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শূন্যতে আউট হতেই রস টেইলরকে মেরেছিলেন থাপ্পর, সামনে এলো শিল্পা শেঠির নাম

বিশ্ব ক্রিকেটে নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্যাটসম্যান রস টেইলর এক বিরাট ব্যক্তিত্ব। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটের সমস্ত ফরমেট থেকে অবসর গ্রহণ করেছেন তিনি। নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়েছেন…

বিশ্ব ক্রিকেটে নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্যাটসম্যান রস টেইলর এক বিরাট ব্যক্তিত্ব। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটের সমস্ত ফরমেট থেকে অবসর গ্রহণ করেছেন তিনি। নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়েছেন টেইলর। গ্লাভস হাতে যেমন করেছেন একাধিক ষ্ট্যাম্পিং তেমন ব্যাট হাতে একাধিকবার বিরোধী শিবির ধ্বংস করেছেন তিনি। সম্প্রতি নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার রস টেইলর নিজের জীবনী পুস্তক আকারে প্রকাশ করেছেন। যেখানে তিনি তার জীবনের না বলা সত্য উপস্থাপন করেছেন। টেইলর তার আত্মজীবনী ‘রস টেলর: ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ বইয়ে এমন একটি ঘটনার উল্লেখ করেছেন যা অজানা ছিল ক্রিকেট মহলে।

রস টেইলর তার আত্মজীবনীমূলক বইতে একটি বিরাট অংশ জুড়ে ভারতীয় প্রিমিয়ার লিগে খেলার কথা উল্লেখ করেছেন। যেখানে রাজস্থানের জার্সিতে খেলার সময় একটি ঘটনার কথা উল্লেখ করেছেন তিনি। তিন তার বইতে লিখেছেন, “রাজস্থানের জার্সিতে মাঠে নেমেছি, আমাদের সামনে ১৯৫ রানের বিশাল লক্ষ্যমাত্রা। কিন্তু আমি ওই ম্যাচে কোনও রান না করেই প্যাভিলিয়েনে ফিরে গিয়েছিলাম। ওই সময় রাজস্থান রয়্যালস দলের একজন মালিক
আমাকে প্রায় ৩-৪টে চড় মেরেছিল। সেইসঙ্গে এটাও বলেছিল যে, শূন্য রান করার জন্য আমাকে এক মিলিয়ন টাকা দিয়ে কেনা হয়নি।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

শূন্যতে আউট হতেই রস টেইলরকে মেরেছিলেন থাপ্পর, সামনে এলো শিল্পা শেঠির নাম

ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে ওই মালিক আসলে কে ছিলেন? নেট নাগরিকদের একাংশের দাবি, ওই মালিক আর কেউ নন বরং শিল্পা শেঠি নিজেই ছিলেন। আপনাদের জানিয়ে রাখি, সেই সময় দলের সঙ্গে শিল্পা শেঠি এবং রাজ কুন্দ্রা ছাড়া মালিকপক্ষের আর কেউ ট্রাভেল করতেন না। তবে মাঝেমধ্যে আসতেন মনোজ বাদালে। এই জন্য ক্রিকেট প্রেমীরা মনে করছেন, শিল্পা কিংবা রাজের মধ্যে কেউ একজন রস টেলরকে চড় মেরেছিলেন। রস টেলর যে ঘটনার উল্লেখ করেছেন সেটা টুর্নামেন্টের চতুর্থ মরশুমের। সেইসময় রাজস্থান রয়্যালস দলে অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন রাজ কুন্দ্রা এবং শিল্পা শেঠি।

About Author