Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আন্ডার ওয়ার্ল্ড যোগ, শিল্পা শেট্টির স্বামীকে তলব ইডির

মুম্বাই: দীপাবলীর আনন্দ-উৎসবের রেস এখনো শেষ হয়নি তার মাঝেই এনফোর্সমেন্ট ডাইরেক্টোরেট বা ইডি তলব করল শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে। অভিযোগ রাজ কুন্দ্রা আন্ডারওয়ার্ল্ডের ডন দাউদ ইব্রাহিমের এক ঘনিষ্ঠ সহযোগী…

Avatar

মুম্বাই: দীপাবলীর আনন্দ-উৎসবের রেস এখনো শেষ হয়নি তার মাঝেই এনফোর্সমেন্ট ডাইরেক্টোরেট বা ইডি তলব করল শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে। অভিযোগ রাজ কুন্দ্রা আন্ডারওয়ার্ল্ডের ডন দাউদ ইব্রাহিমের এক ঘনিষ্ঠ সহযোগী গ্যাংস্টার ইকবাল মির্চির সঙ্গে অর্থপাচার সংক্রান্ত এক অপরাধের সঙ্গে জড়িত।

জানা যাচ্ছে দাউদের ঘনিষ্ঠ সহযোগী ছিল ইকবাল। দাউদের হয়ে মাদক পাচার করতো সে। ২০১৩ সালে লন্ডনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় ইকবাল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মুম্বাই পুলিশের কয়েকমাস আগে দায়ের করা একটি FIR এর ভিত্তিতে ইডি ইকবাল মির্চি ও তার পরিবারের বিরুদ্ধে ক্রিমিনাল কেস দায়ের করে। যেখানে অভিযোগ মূল্যবান ফ্ল্যাট কেনাবেচা সংক্রান্ত ব্যাপারে প্রচুর পরিমাণে আর্থিক তছরূপ হয়।

তদন্তকারী সংস্থা জানতে পেরেছে যে রঞ্জিত বিন্দ্রা ও বাস্তিয়ান হসপিটালিটি নামের একটি ফার্মের সঙ্গে রাজ কুন্দ্রা জড়িত এবং এই সংস্থার সঙ্গে ইকবাল মির্চি কোনোভাবে জড়িত। এখানেই অভিযোগটি রয়েছে। ব্যবসায়ী রাজ কুন্দ্রা কিভাবে ব্যাপারটি সাথে জড়িত সেই বয়ান রেকর্ড করার জন্য তাকে ডেকে পাঠানো হয়েছে। তদন্ত হবে Prevention of Money Laundering Act (PMLA) এর অধীনে। যদিও এর আগেও ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে একই অভিযোগে গ্রেপ্তার করে ইডি কিন্তু তিনি তখন অভিযোগ অস্বীকার করেন।

About Author