Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাটি থেকে টপ বানিয়ে এই অবস্থায় হাজির অভিনেত্রী শার্লিন চোপড়া, ভিডিও দেখে মানুষের মন আটকে গেল

২০০২ সাল থেকে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন তিনি। একজন পরিচিত মডেল হওয়ার পাশাপাশি তিনি ভালো অভিনেত্রী ও গায়িকাও। অবশ্য একথা আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। অভিনেত্রীকে যারা চেনেন এই কথা…

Avatar

২০০২ সাল থেকে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন তিনি। একজন পরিচিত মডেল হওয়ার পাশাপাশি তিনি ভালো অভিনেত্রী ও গায়িকাও। অবশ্য একথা আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। অভিনেত্রীকে যারা চেনেন এই কথা জানা তাদের সকলেরই। উল্লেখ্য, ‘মিস অন্ধ্র বিউটি’র খেতাবও রয়েছে শার্লিনের ঝুলিতে। এই মুহূর্তে তিনি নিজের সাম্প্রতিক একটি ফটোশুট লুকের সূত্র ধরেই নজর কেড়েছেন নেটজনতার একাংশের। তার সাথে তুলনা করা হয়েছে উরফি জাভেদেরও।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই মুহূর্তে শার্লিন চোপড়ার সাম্প্রতিক ফটোশুটের একাধিক ঝলক ভাইরাল হতে দেখা গিয়েছে গোটা সোশ্যাল মিডিয়ার পাতায়। এই ঝলকে তাকে অদ্ভুত পোশাকেই ক্যামেরার সামনে হাজির হতে দেখা গিয়েছে। তার সাথে এদিন ফটোশুটে উপস্থিত ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধুও। এর আগেও শার্লিন চোপড়ার সাথে এনাকে দেখা গিয়েছে। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে গাড়ি থেকে নামার সময় যে ব্যক্তির সাথে দেখা মিলেছিল শার্লিনের, তার সাথেই সাম্প্রতিক ফটোশুটের কাজ সম্পন্ন করেছিলেন তিনি। তবে ফটোশুট চলাকালীন শার্লিনের আচরণে লজ্জায় পড়ে গিয়েছিলেন এই ব্যক্তিও।

এই ঝলকে শার্লিনকে রূপালি রঙের প্রায় উন্মুক্ত ব্রাতেই দেখা গিয়েছিল তাকে। পরেছিলেন কালো স্কিন টাইট প্যান্ট ও কালো ক্রপ জ্যাকেটও। এদিন খোলা চুলে নুড মেকাপ নিয়েছিলেন তিনি। পরেছিলেন মানানসই দুলও। কখনো স্টুডিওতে আবার কখনো বারান্দাতেই তুলেছেন ছবি। তবে ফটোশুট চলাকালীন অভিনেত্রীর আচরণে রীতিমতো লজ্জায় পড়ে গিয়েছিলেন তিনিও। ঝলকে তার কথোপকথন শুনেও অবাক হয়েছেন অনেকে। আর এই ঝলক ভাইরাল হওয়ার পর থেকেই কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী।

সাম্প্রতিক এই ঝলকগুলি ভাইরাল হওয়ার পরেই একাংশের মত, তিনি টেক্কা দিয়েছেন উরফিকেও। আবার কারোর কারোর মত, তার এই রূপ দেখার পর উরফির জন্যও সম্মান জন্মাচ্ছে। সব মিলিয়ে বলাই যায়, অভিনেত্রী এই মুহূর্তে তুমুল কটাক্ষের সম্মুখীন হয়েছেন। তবে এই ধরনের বিষয়ে তিনি যথেষ্ট অভ্যস্ত। সব সময়ের মতোই এবারও এই বিষয়কে বিশেষ পাত্তা দেননি শার্লিন।

About Author