Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অতিরিক্ত বোল্ড পোশাক পরে এই সুন্দরী দেখালেন নিজের স্টাইল, চেহারা দেখে মানুষের দম আটকে গেল

২০০২ সাল থেকে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন তিনি। একজন পরিচিত মডেল হওয়ার পাশাপাশি তিনি ভালো অভিনেত্রী ও গায়িকাও। অবশ্য একথা আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। অভিনেত্রীকে যারা চেনেন এই কথা…

Avatar

২০০২ সাল থেকে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন তিনি। একজন পরিচিত মডেল হওয়ার পাশাপাশি তিনি ভালো অভিনেত্রী ও গায়িকাও। অবশ্য একথা আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। অভিনেত্রীকে যারা চেনেন এই কথা জানা তাদের সকলেরই। উল্লেখ্য, ‘মিস অন্ধ্র বিউটি’র খেতাব রয়েছে শার্লিনের। তবে এই মুহূর্তে নিজের সাম্প্রতিক বোল্ড লুকের সূত্র ধরেই মিডিয়ার পাতায় চর্চিত শার্লিন চোপড়া।

খুব সম্প্রতি জুহুতে গাড়ি থেকে নামতে গিয়েই পাপারাজিৎদের ক্যামেরায় ধরা দিয়েছেন অভিনেত্রী। এদিন তার সাথে উপস্থিত ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধুও। সেই ঝলকও ধরা পড়েছে ক্যামেরায়। এদিন সকলের নজর কেড়েছে অভিনেত্রীর পোশাক, যা দেখা মাত্রই চোখ কপালে উঠেছে একাংশের। সেই নিয়ে চর্চাও চলছে একাংশের মাঝে। আপাতত, অভিনেত্রীর এই সাম্প্রতিক লুক ইনস্টাগ্রামের সূত্র ধরেই রীতিমতো ভাইরাল নেটদুনিয়ায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অভিনেত্রীর সাম্প্রতিক ঝলকটি ‘ভুম্পলা’ নামের অফিসিয়াল ইনস্টা পেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। এই ঝলকে খোলা চুলে অভিনেত্রীকে কালো লং‌ স্কার্ট ও সোনালী রঙের ক্রপটপে দেখা গিয়েছে। এই পোশাকের সামনের বেশিরভাগ অংশই ছিল উন্মুক্ত। এদিন গ্লসি মেকাপের পাশাপাশি সাজ পূরণের জন্য ফুলহাতা কালো জ্যাকেটও পরেছিলেন তিনি। হাসি মুখে পোজও দিয়েছিলেন পাপারাজিৎদের ক্যামেরার সামনে। আপাতত, সেই ঝলকের সূত্র ধরেই মিডিয়ার পাতায় চর্চার আলোয় অভিনেত্রী। সম্ভবত কোন অনুষ্ঠানের খাতিরেই এখানে উপস্থিত ছিলেন তিনি। উল্লেখ্য, অনেকেই তার সাথে সোশ্যাল মিডিয়ার অন্যতম সেনসেশন রাখি সাওয়ান্তের তুলনা করে থাকেন। তাদের বাহ্যিক ঝলকে যে বেশ কিছু মিল রয়েছে, সেকথা তাদের দেখলেই স্পষ্ট হয়।

About Author