Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Shehnaaz-Radhawa Equation: সোশ্যাল মিডিয়ার চর্চায় শেহনাজ-রানধাওয়া, ভাইরাল ভিডিওতে হিট তাদের রোমান্স

শেহনাজ গিল ও গুরু রানধাওয়া দুজনেই বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম দুই পরিচিত ও জনপ্রিয় মুখ। বলিউডের হিট গায়ক গুরু রনধাওয়া। অন্যদিকে বর্তমান প্রজন্মের মাঝে বেজায় জনপ্রিয় অভিনেত্রী শেহনাজ। বিগবসের মঞ্চ থেকেই…

Avatar

শেহনাজ গিল ও গুরু রানধাওয়া দুজনেই বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম দুই পরিচিত ও জনপ্রিয় মুখ। বলিউডের হিট গায়ক গুরু রনধাওয়া। অন্যদিকে বর্তমান প্রজন্মের মাঝে বেজায় জনপ্রিয় অভিনেত্রী শেহনাজ। বিগবসের মঞ্চ থেকেই সাধারণ দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছিলেন অভিনেত্রী। সিদ্ধার্থ শুক্লার সাথেও তার রসায়ন ছিল বহুল চর্চিত। অভিনেতার মৃত্যুর পরে আরো বেশি চর্চায় থাকেন শেহনাজ। সম্প্রতি গুরু রানধাওয়ার সাথে তার একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে। আর সেখানেই তাদের রসায়ন নজর কেড়েছে সকলের। সেই সূত্রেই আপাতত মিডিয়ার পাতায় চর্চিত তারা।

সম্প্রতি আসন্ন একটি মিউজিক ভিডিওর শুটিংয়ের খাতিরেই একসাথে দেখা গিয়েছে তাদের। সেই শুটিংয়েরই কিছু ঝলক এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়। ভিডিওতে কোন একটি ব্যাপার নিয়ে রীতিমতো হাসাহাসি করতে দেখা গিয়েছে এই দুই তারকাকে। তবে এই ঝলক যে অফ-ক্যামেরার, তা অবশ্য স্পষ্ট অধিকাংশের কাছেই। সাম্প্রতিক এই ঝলক অভিনেত্রী নিজেই শেয়ার করে নিয়েছেন। ক্যাপশনে গায়ককে মেনশন করে ক্যাপশন নিজেকেই লিখে নিতে বলেছেন অভিনেত্রী। কারণ হিসেবে জানিয়েছেন, তিনি কিছুই বুঝতে পারছেন না। বলাই বাহুল্য এই মুহূর্তে গোটা সোশ্যাল মিডিয়ার পাতায় ঝড়ের গতিতে ছড়িয়ে গিয়েছে এই ভিডিওটি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই ভিডিওতে গায়ককে একটি আকাশী নীল শার্ট ও সাদা প্যান্ট পরে থাকতে দেখা গিয়েছে। পাশাপাশি শেহনাজ গিলকে হালকা গোলাপি রঙের ব্যাকলেস ডিপ নেক লাইন কাটিং ড্রেসে দেখা গিয়েছে। এদিন খোলা চুলে নিঃসন্দেহে ক্যাজুয়াল লুকেই নজর কেড়েছেন অভিনেত্রী। শুটিংয়ের খাতিরেই একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে ছিলেন তারা। অবশ্য সেই ঝলক মিলেছে সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতেই। বলাই বাহুল্য, এই শুটিংয়ের ঝলকেই তাদের রসায়ন নজর কেড়েছে সকলের, তা অবশ্য কমেন্টবক্সে চোখ রাখলেই স্পষ্ট হবে। উল্লেখ্য, আগামী ১০’ই জানুয়ারি খুব সম্ভবত তাদের এই আসন্ন মিউজিক ভিডিও মুক্তি পেতে চলেছে। আপাতত, তারই অপেক্ষাতে রয়েছেন এই দুই তারকার অনুরাগীরা।

About Author