Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Shehnaaz Gill: সিদ্ধার্থের মৃত্যুর ২২দিন পর শেহনাজের প্রথম ছবি প্রকাশ্যে!

২২ দিন পর সিদ্ধার্থ প্রেমিকা শেহনাজ গিলের চেহারা দেখতে পেলেন সকল অনুরাগীরা। প্রয়াত সিদ্ধার্থ শুক্লর সৎকারের দিন শেহনাজকে বিধ্বস্ত অবস্থায় শেষ দেখা গিয়েছিল। অভিনেতার মৃত্যুর পর তিনি খুবই ভেঙে পড়েছিলেন…

Avatar

By

২২ দিন পর সিদ্ধার্থ প্রেমিকা শেহনাজ গিলের চেহারা দেখতে পেলেন সকল অনুরাগীরা। প্রয়াত সিদ্ধার্থ শুক্লর সৎকারের দিন শেহনাজকে বিধ্বস্ত অবস্থায় শেষ দেখা গিয়েছিল। অভিনেতার মৃত্যুর পর তিনি খুবই ভেঙে পড়েছিলেন তাই তাঁর শ্যুটিং কার্যত বন্ধ ছিল। তাঁর মৃত্যুর ২৩ দিন পর শেহনাজের আগামী ছবির পোস্টার মুক্তি পেল। দিলজিৎ দোশাঞ্ঝের সঙ্গে শেহনাজকে রুপোলী পর্দায় দেখা যাবে তাঁকে। পঞ্জাবি এই নতুন ছবিটির নাম ‘হঁসলা রাখ’।

শনিবার সন্ধ্যায় এই নতুন ছবির ট্রেলার ছবি মুক্তির তারিখ সহ একটি নতুন পোস্টার শেয়ার করা হয় নেট দুনিয়াতে। এই ছবিটির প্রথম ঝলক প্রকাশ্যে আসবে আগামী সোমবার। আর ছবিটি মুক্তি পাবে ১৫ অক্টোবর। শেয়ার করা নতুন পোস্টারে দেখা যাচ্ছে, দিলজিৎ মাঝখানে দাঁড়িয়ে আছেন। আর তাঁর দু’পাশে দুই নায়িকা শেহনাজ এবং সোনম বাজওয়া।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ছবিতে দেখা যাচ্ছে দিলজিত নিজের এক হাতে এক সদ্যজাত শিশুকে ধরে রয়েছেন। কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে, তার হাতে যে শুয়ে রয়েছে, সে আদপে কোনো মানুষ নয়, একটি পুতুল। অন্য হাতে দুধ খাওয়ার বোতল। অবশ্য সেই দুধ বাচ্চাকে না দিয়ে যনিজের মুখে রেখেছেন। শেহনাজের দু’হাতে খেলনা এবং তোয়ালে আর সোননের হাতে একটি খেলনা এবং শিশুদের খাবার ধরে রয়েছেন। অভিনেতার সামনে রাখা প্যারাম্বুলেটর। এই ছবি দিয়েই প্রযোজক হিসেবে হাতে খড়ি হতে চলেছে দিলজিৎ দোসাঞ্জ। 

সিদ্ধার্থের আকস্মিক মৃত্যুর পর বন্ধ হয়ে যায় এই সিনেমার শেষ অংশের কিছু শ্যুটিং। আসলে শেহনাজের মানসিক অবস্থার জন্য বন্ধ এই সিনেমার শ্যুটিং। গত ১৫ সেপ্টেম্বর ছবির প্রোমোশনাল গানের শ্যুটিং করার পরিকল্পনা থাকলেও তা হয়ে ওঠনি। তবুও নির্মাতাদের আশা সেপ্টেম্বরের শেষের দিকেই ফের শ্যুটিং ফ্লোরে ফিরবেন অভিনেত্রী। এই প্রসঙ্গে প্রযোজক দিলজিৎ থিন্দ জানিয়েছেন, সক্কলে শেহনাজের সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় আছেন। তিনি আশা করছেন ছবির নতুন শ্যুটিং শুরুর সময় শেহনাজ থাকবে। এই ছবির গুরুত্বপূর্ণ অংশ শেহনাজ তাই তাঁকে ছাড়া শ্যুটিং সম্ভব নয়।

About Author