Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Shehnaaz Gill: কথা বলতে বলতে সিদ্ধার্থের কথা ভেবেই কান্নায় ভেঙে পড়লেন শেহনাজ! রইলো ভিডিও

বিগ বস ১৩-এর জনপ্রিয় প্রতিযোগী ছিলেন সিদ্ধার্থ শুক্লা এবং শেহনাজ গিল। এখানে খেলার মাঝেই দুজন দুজনকে ভালোবাসে। এই শো শেষ হওয়ার পর জুটি হিসেবে বিভিন্ন মিউজিক ভিডিয়োতে কাজ করেন। শোনা…

Avatar

By

বিগ বস ১৩-এর জনপ্রিয় প্রতিযোগী ছিলেন সিদ্ধার্থ শুক্লা এবং শেহনাজ গিল। এখানে খেলার মাঝেই দুজন দুজনকে ভালোবাসে। এই শো শেষ হওয়ার পর জুটি হিসেবে বিভিন্ন মিউজিক ভিডিয়োতে কাজ করেন। শোনা গিয়েছিল দুজনে খুব শীঘ্রই বিয়ে করতে পারবেন। সব চলছিল ভালো। এর মাঝেই দু-মাস আগে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি দেন বিগ বস ১৩ বিজয়ী। আর এরপরেই পুরোপুরি ভেঙে পড়েন পাঞ্জাবি অভিনেত্রী৷ সেই হাসি খুশি শেহনাজ আজ পুরো মনমরা৷ সিদ্ধার্থের মৃত্যুর পর পুরোপুরি ভেঙে পড়েন। বাড়িতেই থাকতেন অভিনেত্রী।তবে এই কঠিন সময়ে শেহনাজকে সামলেছেন প্রয়াত অভিনেতার মা রীতা শুক্লা। তিনি শেহনাজকে বুঝিয়ে কাজে ফিরিয়েছেন। ধীরে ধীরে কাজে ফিরলেও শেহনাজের মুখে পুরোনো হাসিটা আর নেই৷ সম্প্রতি নিজের মনের মানুষকে সিদ্ধার্থ শুক্লকে উৎসর্গ করে এই গান ও গেয়েছেন। এরপরেই তিনি বলেন,সিদ্ধার্থ তাঁর সঙ্গেই রয়েছেন৷ প্রয়াত প্রেমিকের উদ্দেশ্যে তিনি বলেছেন ‘তু ইয়েহি হ্যায়’। ইতিমধ্যে মুক্তি পেয়েছে সেই নতুন গান।Shehnaaz Gill: কথা বলতে বলতে সিদ্ধার্থের কথা ভেবেই কান্নায় ভেঙে পড়লেন শেহনাজ! রইলো ভিডিওগত অক্টোবর মাসে অভিনেত্রী শেহনাজ গিলের পাঞ্জাবি ছবি ‘হসলা রাখ’ মুক্তি পেয়েছে। এই ছবিটি পঞ্জাবের বক্স অফিসে বেশ ভালোই হিট হয়েছে। এই ছবির প্রচারেও উপস্থিত ছিলেন শেহনাজ। অভিনেতা সিদ্ধার্থ শুক্লর মৃত্যুর পরে এই ছবির প্রচারেই ফের ক্যামেরার সামনে আসেন শেহনাজ। অভিনেতার মৃত্যুর পর এক মাস সিনেমার কাজ থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন। তবে সিদ্ধার্থের মা আর নিজের পরিবারের কথাতে সিনেমার কাজ শেষ করেন। এই সিনেমা নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তাও প্রেমিকের মৃত্যুর পরে প্রথমবার কথা বলেছিলেন শেহনাজ এই ছবির প্রচারের সময়েই।আর তখনই কথা বলতে বলতে হঠাৎ করে কান্নায় ভেঙে পড়েন পঞ্জাবি অভিনেত্রী। শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, নিজের ছবি হসলা রাখ-এর প্রচারের সময়ে ক্যামেরার সামনে আসেন। তিনি। আর সংবাদমাধ্যমের সঙ্গে মাথা ঠান্ডা করেই কথা বলেছিলেন তিনি। কিন্তু হঠাৎই এর মাঝে হাপুস নয়নে কেঁদে ফেলেন অভিনেত্রী। সেই ভিডিও ক্লিপ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। তবে ঠিক কী কারণে সেদিন তিনি হঠাৎ কেঁদে ফেলেন তার কারণ আজও জানা যায়নি। যদিও নেটিজেনরা মনে করছেন, সিদ্ধার্থের কথা ভেবেই হয়তো কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। অনেকেই অভিনেত্রীকে শক্ত হওয়ার বার্তা দেন।
About Author