Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

স্বামীর সঙ্গে সুইমিংপুলে আদুরে মুহূর্তে ধরা দিলেন ‘কাটা লাগা গার্ল’, নিমেষেই ভাইরাল সেই ছবি

ইদানিং ‘বিগ বস’ শো এর দৌলতেই বেশ কয়েকদিন খবরের শীর্ষে উঠে আসছিলেন কুড়ির দশকের আইটেম গানের অন্যতম ক্রাশ শেফালী জারিওয়ালা যাকে ‘কাটা লাগা গার্ল’ হিসেবেই চেনেন সকলে। এই গানই তাকে…

Avatar

ইদানিং ‘বিগ বস’ শো এর দৌলতেই বেশ কয়েকদিন খবরের শীর্ষে উঠে আসছিলেন কুড়ির দশকের আইটেম গানের অন্যতম ক্রাশ শেফালী জারিওয়ালা যাকে ‘কাটা লাগা গার্ল’ হিসেবেই চেনেন সকলে। এই গানই তাকে রাতারাতি সাফল্য এনে দিয়েছিল। এরপর আর তাকে সেভাবে কোন মিউজিক ভিডিও দেখা যায়নি কিন্তু দর্শকরা তাকে মনে রেখে দিয়েছেন শুধুমাত্র ওই একটি গানের কারণেই যে গানের জন্য শেফালী হয়ে উঠেছিলেন ওয়ান টাইম ওয়ান্ডার।

রিয়্যালিটি শো এর মাধ্যমেই আবারো খবরের পাতায় উঠে আসা শেফালী নতুন করে উষ্ণতার পারদ ছড়াতে শুরু করেছেন সোশ্যাল মিডিয়ায়। মাত্র কিছুক্ষণ আগেই স্বামী পরাগ ত্যাগী সঙ্গে একটি ছবি তিনি শেয়ার করলেন ইনস্টাগ্রামে। উষ্ণঘন এই ছবিতে সুইমিংপুলে স্বামীর সঙ্গে আদুরে মুহূর্তে ক্যামেরাবন্দি করা ওই ছবিটি তিনি পোস্ট করলেন ইনস্টাগ্রামে এবং প্রায় নিমেষের মধ্যেই তা হয়ে যায় ভাইরাল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

2002 সালে ওই অভূতপূর্ব রিমিক্স ‘কাটা লাগা’ দিয়েই বলিউডে আইটেম গানের বিপ্লব বা জোয়ার আসে একথা বলা চলে। প্রথম গানে অভিনয়ের জন্য 7000 টাকা পেয়েছিলেন শেফালী এ কথা তিনি স্বীকার করেছেন বহু সাক্ষাৎকারে, তবে এ কথা অনেকেই জানেন না, তার সৌন্দর্য দেখেই এই গানের জন্য তাকে তৈরি করে নেন পরিচালকরা এবং তাও কোন রকম অডিশন ছাড়াই যেটি ছিল অভিনেত্রীর ক্যারিয়ারের জন্য এক সুবর্ণ সুযোগ।

এরপর ইন্ডাস্ট্রিরই অভিনেতা পরাগ ত্যাগীর সঙ্গে প্রেমের সম্পর্কের জড়িয়ে পড়েন অভিনেত্রী এবং তাকে বিয়ে করে নেন। পরবর্তীতে দুজনে জুটি হিসেবে নাচের রিয়্যালিটি শো ‘নাচ বালিয়ে’ তেও অংশগ্রহণ করেন। তবে শেফালির পরিচিতি আবারো সামনে আসতে শুরু করে সলমান খান সঞ্চালিত জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’এর শেষ সিজনটির হাত ধরে যেখানে প্রতিযোগী হিসেবে উপস্থিত ছিলেন শেফালী। এই ‘কাটা লাগা গার্ল’কে এখনও বহু দর্শক মিস করেন এবং তাকে নতুন রূপে পর্দায় ফিরে পেতে চান। শেফালীর সেই উষ্ণ ছবি নীচে সাজানো রইল শুধুমাত্র আপনার জন্য।

About Author