এটি এমন একটি গান যা রীতিমতো ঝড় তুলে দিয়েছিল গোটা বলিউডে। লতা মঙ্গেশকরের গাওয়া গানটির রেক্রিয়েশন যে এতটা অভূতপূর্ব সাফল্য পাবে তা বোধহয় কল্পনাও করতে পারেননি নির্মাতারা। কথা হচ্ছে কুড়ির দশকের জনপ্রিয় রেক্রিয়েশন ‘কাটা লাগা’ নিয়ে। সম্ভবত সেখান থেকেই হিন্দী ফিল্ম ইন্ডাস্ট্রিতে রেক্রিয়েশন বা রিমিক্সের দৌড় শুরু হয়, আর বর্তমানে তো পুরনো গানকে নতুন করে উপস্থাপন করাটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেই সময় দাঁড়িয়ে এই মিউজিক ভিডিও প্রজেক্টটি ছিল খুবই চ্যালেঞ্জিং।
এবার আসি মদ্দা কথায়, এই গানে যে অভিনেত্রীকে নাচতে দেখা যায় তাকে কি মনে পড়ে? হ্যাঁ সেই শেফালী জারিওয়ালার কথাই বলছি। জীবনের প্রথম মিউজিক ভিডিওতেই রাতারাতি স্টার হয়ে গিয়েছিলেন তিনি। তৎকালীন সময়ে গোটা বলিমহলে ‘কাটা লাগা গার্ল’ হিসেবে পরিচিতি পান শেফালী। এই মিউজিক ভিডিওতে অভিনয়ের জন্য পারিশ্রমিক হিসেবে ৭০০০ টাকা পেয়েছিলেন তিনি সেকথাও এক সাক্ষাৎকারে জানিয়েছেন। এরপর তাকে সেভাবে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join NowView this post on InstagramRemember Bigboss girl Shefali? Pasand thi aapko? ? Follow @filmygyantelly for more ♥️
বহু বছর পর তিনি ফিরে আসেন একটি নাচের রিয়্যালিটি শোয়ে তার স্বামী ও জীবনসঙ্গী পরাগ দেশাইয়ের সঙ্গে। এরপর সম্প্রতি জনপ্রিয় টিভি রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর শেষ সিজনটিতে তাকে প্রতিযোগী হিসেবে দেখা দিয়েছে। ইন্ডাস্ট্রি থেকে দূরে সরে এলেও সোশ্যাল মিডিয়া থেকে মোটেই দূরে যাননি একসময় যুবকদের ক্রাশ। ‘ফিল্মিজ্ঞান’ থেকে প্রকাশিত হলো শেফালির একটি উষ্ণঘন ছবি। কালো বিকিনি পড়ে তিনি একটি সুইমিং পুলের পাড়ে বসে রয়েছেন। চোখে কালো সানগ্লাস পরিহিত লাস্যময়ী শেফালীর ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। নব্বইয়ের দশকের উঠতি যুবকরা এই অভিনেত্রীকেই স্থান দিয়েছিলেন হৃদয়ের মণিকোঠায়।