বর্তমান সময়ে সিনেমা সিরিয়ালের পাশাপাশি গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে এক নতুন সংযোজন হয়েছে ওয়েব সিরিজের। আসলে প্রযুক্তির সাথে খাপ খাইয়ে চলতে গিয়ে এখন প্রত্যেকেই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন। বাংলা, হিন্দি এবং অন্যান্য আঞ্চলিক ভাষার বেশ কিছু ওয়েব সিরিজ টেক্কা দেয় বড় বাজেটের সিনেমাকেও। আসলে করোনা পরবর্তী সময় থেকে ডিজিটাল মিডিয়া কদর বুঝে গিয়েছে সাধারণ মানুষ। আর সেই সাথে পাল্লা দিয়ে চলার জন্য জন্ম নিয়েছে একাধিক প্রতিটি প্ল্যাটফর্মের।
বিশেষ করে উল্লু, কোকু এর মত ওয়েবসাইটে রিলিজ করে এই সমস্ত বোল্ড ওয়েব সিরিজ। তবে পিছিয়ে নেই এমএক্স প্লেয়ার বা Netflix বা Amazon Prime। Netflix এর মত জনপ্রিয় ওটিটি ওয়েবসাইটেও দেখা যায় বোল্ড ওয়েব সিরিজ। এই সমস্ত ওয়েব সিরিজে রয়েছে ভরপুর অন্তরঙ্গ দৃশ্য। এগুলি আপনি বাড়ির লোকের সাথে ভুল করেও দেখবেন না। এগুলি ঘরের দরজা বন্ধ করে কানে হেডফোন লাগিয়ে দেখতে হবে। আজকের এই প্রতিবেদনে এমনই এক ওয়েব সিরিজ সমন্ধে জানাবো যা আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকিছুদিন আগে Netflix এ রিলিজ করেছে ‘She‘ ওয়েব সিরিজ। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অদিতি পোহনকর। এটি একটি ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ। এতে রয়েছে শান্ত চেহারার এক পুলিশ কনস্টেবলের গল্প যে মাদক মাফিয়াদের ধরতে পতিতা হয়ে ওঠেন। ধীরে ধীরে সে নিজেই মাফিয়ার জালে আটকে যায় এবং শেষ পর্যন্ত গল্পটি ভিন্ন মোড় নেয়। ধারাবাহিকে সাহসিকতার পাশাপাশি দুর্দান্ত অভিনয় এবং গল্পও দেখা যাচ্ছে। আর বলা বাহুল্য এতে রয়েছে হট সিন যা দেখে বেসামাল হতে পারেন আপনি। অদিতি ছাড়াও এই ওয়েব সিরিজে কাজ করেছেন বিজয় ভার্মা এবং কিশোর।