দেশপলিটিক্সবিনোদনরাজ্য

Shashi Tharoor: ‘কে বলে লোকসভা… আকর্ষণীয় জায়গা নয়?’, মিমি-নুসরতদের সঙ্গে সেলফি পোস্ট করে ফের ট্রোলড শশী

Advertisement
Advertisement

আড়াই মাস আগে কাশ্মীরের বুকে কংগ্রেস সাংসদ শশী থারুর কন্ঠে শোনা গিয়েছিল কিশোর কুমারের গান৷ আচমকাই নিজের দরাজ গলায় গেয়ে উঠেছিলেন, ‘‘এক আজনবি হাসিনা সে..!’’ এরপর ট্রোলও হয়েছিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর৷ এই ঘটনার বেশ কয়েকদিন কেটে গিয়েছে। তবে এবার নিজেই নিজের ছবি পোস্ট করে ফের ট্রোল হলেন সাংসদ শশী ৷

Advertisement
Advertisement

সোমবার দুপুরে শশী থারুর নিজের টুইটার হ্যাণ্ডেল থেকে টুইট করেছেন একটি ছবি৷ যাতে দেখা যাচ্ছে বাংলা থেকে জয়ী তারকা সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তী , নুসরত জাহান সহ ছ’জন সাংসদকে৷ ক্যাপশনে লেখা, ‘‘কে বলেছে লোকসভা কাজ করার জন্য আর্কষণীয় জায়গা নয়?’’ ব্যস এরপর আর দেখে কে? ইতিমধ্যে শশীর ওই টুইট ট্রোল হয়ে গিয়েছে নেট দুনিয়াতে৷ ভেসে আসছে একাধিক মন্তব্য৷

Advertisement

Advertisement
Advertisement

তারপরই আধ ঘণ্টার ব্যবধানে ফের শশী নিজের টুইটিকে রি-টুইট করে তাঁর ব্যাখ্যাও দেন৷ যাতে দেখা যাচ্ছে, তারকা অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী ছাড়াও রয়েছেন সুপ্রিয়া শুলে, প্রীনিত কৌর সহ আরও পাঁচ মহিলা সাংসদ৷ আর সকলের মধ্যমণি হয়ে রয়েছেন শশী৷ এই ছবিতে সেলফিটি তুলতে দেখা গিয়েছে বাংলার যাদবপুরের সাংসদ মিমিকে৷

আপাতত শশীর মন্তব্যকে কেন্দ্র করে ট্রোল হয়ে গিয়েছে ৷ প্রসঙ্গত, মিমিকেও দেখা গিয়েছিল এই টুইটটি করতে৷ পরে অবশ্য তিনি সেটি মুছেও দেন।রাজনৈতিক সমালোচকদের মতে, বিতর্ক এড়াতেই টুইটটি মুছে দিয়েছেন অভিনেত্রী-সাংসদ মিমি৷ তবে এবিষয়ে মিমি বা শশীর তরফ কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি৷

Related Articles

Back to top button