Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউনে ছোটবেলার ছবি শেয়ার করে স্মৃতির আবেগে ভাসলেন শ্রদ্ধা কাপুর

কৌশিক পোল্ল্যে: চারিদিকে কান পাতলে একটাই বিষয় বারেবারে ভেসে আসে, তা হল লকডাউন। এই ঘরবন্দি পরিস্থিতিতে অবস্থা জেরবার, তবু সোশ্যালে উকি মেরে যতক্ষন সময় কাটানো যায় আর কি, সেই প্রচেষ্টাই…

Avatar

কৌশিক পোল্ল্যে: চারিদিকে কান পাতলে একটাই বিষয় বারেবারে ভেসে আসে, তা হল লকডাউন। এই ঘরবন্দি পরিস্থিতিতে অবস্থা জেরবার, তবু সোশ্যালে উকি মেরে যতক্ষন সময় কাটানো যায় আর কি, সেই প্রচেষ্টাই করছেন সকলে। শুধু আমি বা আপনি নয়, এই একই পন্থায় দিন গুনছেন তারকারাও। কারোর ছবির কাজ মাঝপথেই হয়েছে বন্ধ, কিংবা কারোর ছবি হয়তো সম্পূর্ন তৈরি কিন্তু শুধুমাত্র লকডাউনের কারনে রিলিজ হয়নি।

মনভার তো তাদেরও, তবু পরিস্থিতির শিকার সকলেই। সোশ্যালে ঢু মারলে নানান রকম ট্রেন্ড চোখে পড়ছে। ছেলেবেলার ছবি শেয়ার করাও ইদানিং বেশ ট্রেন্ড হয়ে উঠেছে। বহু তারকারাও এই সমস্ত চ্যালেঞ্জে অংশগ্রহনও করছেন, সেই তালিকায় এবার যুক্ত হলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নিজের ছোটবেলার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে পুরোনো স্মৃতির নস্টালজিয়া ঝালিয়ে নিলেন অভিনেত্রী। স্মৃতির পাতা উলটে পৌঁছে গেলেন ছেলেবেলার অতীতে। ছবির ক্যাপশনে লিখলেন, ‘যখন আমার খরগোশের মতো দাঁত ছিল’। ছবিতে সত্যিই তার বড় দাঁত বেশ লক্ষনীয়। ছবি দেখে আর এক অভিনেত্রী সারা আলি খান মন্তব্য করেন, ‘কি মিষ্টি’। শ্রদ্ধার মিষ্টি ছবিতে মন গলেছে নেটিজেনদের।

শক্তি কাপুর কন্যা, এবছরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছিলেন। তার দীর্ঘদিনের বিশেষ বন্ধুর সঙ্গে, এবছরের শেষেই বিয়ের কথা থাকলেও আদৌ করোনা ভাইরাসের আশঙ্কায় তা পিছোবে কিনা সে নিয়ে নিশ্চিত করে কিছুই বলা সম্ভব নয়। সাম্প্রতিক ‘ছিঁছোড়ে’ ছবিতে শ্রদ্ধার অসাধারন অভিনয়ে সকলের মন ছুঁয়েছে। এই সিনেমাতেই শেষ তাকে অভিনয়ে দেখা গিয়েছে। এখন দেখুন শ্রদ্ধার ছোটবেলার সেই মিষ্টি ছবিটি, শুধুমাত্র নীচের পোস্টে ক্লিক করে।

 

View this post on Instagram

 

जब मेरे खरगोश जैसे दांत थे।??? #BeforeBraces

A post shared by Shraddha (@shraddhakapoor) on

About Author