স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘মোহর’-এ অবশেষে দেখানো হলো শঙ্খ ও মোহরের ফুলশয্যা। ইদানিং অধিকাংশ সিরিয়ালের চিত্রনাট্যকারদের কাজ হয়েছে চ্যানেলের নির্দেশে সিরিয়ালের নায়িকার জীবনে বিশ্বের যত দুঃখ নিয়ে আসা। সিরিয়ালের নায়িকার চোখদুটো সবসময় জলভরাই থাকে। ‘মোহর’ও তার ব্যতিক্রম নয়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now‘মোহর’ সিরিয়ালে অনেক ঝড়ঝাপটা পেরিয়ে অবশেষে মোহর ও শঙ্খর বিয়ে হলো। এমনকি হলো তাদের বহুকাঙ্খিত ফুলশয্যার দৃশ্যও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ফুলশয্যার কিছু দৃশ্য। কোনো কোনো অনলাইন পোর্টাল শঙ্খ ও মোহরের ফুলশয্যার বিস্তারিত বর্ণনাও দিয়েছেন। সেই বর্ণনা পড়ে মনে হচ্ছে, পৃথিবীতে প্রথম ফুলশয্যা শঙ্খ ও মোহরেরই হয়েছে।
তবে এই সবকিছুতে আখেরে লাভ হয়েছে চ্যানেল কর্তৃপক্ষের। শঙ্খ ও মোহরের ফুলশয্যার মাধ্যমে স্টার জলসার টিআরপি এই মুহূর্তে যথেষ্ট ভালো। ‘মোহর’-এ নামভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী সোনামণি সাহা এবং শঙ্খর ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা প্রতীক সেন।