Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভারতীয় এই ক্রিকেটারের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোলড শেন ওয়ার্ন

বাইশ গজ থেকে বেশ কয়েক বছর হল অবসর নিয়েছেন অস্ট্রেলিয়ার (Australia) কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন (Shane Warne)। কিন্তু পরবর্তী সময়ে আইপিএলের (IPL) প্রথম সংস্করণ থেকেই তাঁকে পুনরায় ব্যাট-বল হাতে তুলে…

Avatar

বাইশ গজ থেকে বেশ কয়েক বছর হল অবসর নিয়েছেন অস্ট্রেলিয়ার (Australia) কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন (Shane Warne)। কিন্তু পরবর্তী সময়ে আইপিএলের (IPL) প্রথম সংস্করণ থেকেই তাঁকে পুনরায় ব্যাট-বল হাতে তুলে নিতে দেখা যায়। যদিও রাজস্থান রয়েলসের (rajasthan Royals) হয়ে আইপিএলের প্রথম দিকে শেন ওয়ার্ন খেললেও পরবর্তী সময়ে আইপিএল থেকেও তিনি অব্যাহতি নিয়েছেন। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে আসতে দেখা যায় এই অজি তারকা ক্রিকেটারকে। আর এবার এমনই এক ঘটনা ঘটিয়েছেন শেন ওয়ার্ন। জানা গিয়েছে, ভারতের (India) তরুণ ক্রিকেটার টি নটরাজনের (T Natarajan) বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ তুলেছেন তিনি। আর এর ফলেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ট্রোলড হতে হয়েছে শেন ওয়ার্নকে।

এই মুহূর্তে চলা ব্রিসবেন টেস্টে ধারাভাষ্যকারের ভূমিকা পালন করছেন শেন ওয়ার্ন। আর সেখানেই নটরাজনের একাধিকবার নো বল করার কারণ হিসেবে তাঁর বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ এনেছেন তিনি। যদিও সেটা সরাসরি নয়, ধারাভাষ্য দেওয়ার সময় আকার-ইঙ্গিতে তিনি এমনটাই বোঝাতে চেয়েছেন। শেন ওয়ার্ন ধারাভাষ্য দিতে দিতে বলেন, ‘৬টার মধ্যে ৫টা নো বল সেই ওভারের প্রথম বলে! সব বলের ক্ষেত্রে ওর ডান পা পপিং ক্রিজের অনেক বাইরে! আমিও কেরিয়ারে অনেক নো বল করেছি। কিন্তু প্রতি ওভারের প্রথম বলে নো বল! তাও আবার ৫টা! ব্যাপারটা ইন্টারেস্টিং!’ আর এরপরই নেটিজেনদের রোষের মুখে পড়তে হয় অস্ট্রেলিয়ার প্রাক্তন এই ক্রিকেটারকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যেখানে অনেকেই কমেন্ট করে শেন ওয়ার্নের তুলোধোনা করেছেন। একজন লিখেছেন, ‘দয়া করে এই নো বলকে মহম্মদ আমির ও আসিফের লর্ডস টেস্ট কাণ্ডের সঙ্গে জড়িয়ে ফেলবেন না।’ আবার অন্যজনের লিখেছেন, ‘শেন ওয়ার্ন নিজেই তো ভুলভাল কাজ করেছে। ও আবার নটরাজনকে নিয়ে কীভাবে প্রশ্ন তোলে?’ এভাবেই সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোলড হয়েছেন শেন ওয়ার্ন।

About Author