সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে নস্যি রঙের সুতির হ্যান্ডলুম শাড়িতে দেখা মিলেছে অভিনেত্রীর। নুড মেকাপে আলগা বিনুনি করেছিলেন তিনি। এই লুকে কালো ব্রাতেই দেখা দিয়েছেন তিনি। তার চোখে মুখে ছিল আবেদনের ছোঁয়া। এবারের রেট্রো লাইটেই নিজের এই সাম্প্রতিক ইনস্টারিলটি বানিয়েছেন তিনি। কখনো ঘরের করিডোরে আবার কখনো কোন একটি মূল্যবান শোপিসের পাশে দাঁড়িয়েই বানিয়েছেন ভিডিও। ব্যাকগ্রাউন্ডে চলছিল নাইন্টিজের বলিউড গান ‘হুমা হুম হুমা’, যা তার এই রিল ভিডিওটিকে আরো বেশি সুন্দর করে তুলেছে। পাশাপাশি ক্যাপশনে লিখেছেন, জনগণের দাবিতেই শাড়ি লুকে এই ভিডিও বানিয়েছেন তিনি। এই মুহূর্তে নিজের ভক্তদের মাঝে এই লুকেই আগুন ছড়িয়েছেন শামা সিকান্দার। পাশাপাশি মুগ্ধ করেছেন নেটজনতাকেও, কমেন্টবক্সে চোখ রাখলেই তা স্পষ্ট হবে।View this post on Instagram
Shama Sikander: শাড়ি লুকেই বোল্ড শামা, দেখেই হুঁশ উড়ছে ভক্তদের
ছোটপর্দার অন্যতম পরিচিত অভিনেত্রী শামা সিকান্দার। ১৯৯৮ সাল থেকে অভিনয় জগতের সাথে পরিচয় তার। বড়পর্দা দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করলেও দর্শকমহলে পরিচিতি পেয়েছেন ছোটপর্দার হাত ধরেই। ১৯৯৮ সালে 'প্রেম…

আরও পড়ুন