বলিউডবিনোদন

BoycottPathaan: শুরুতেই হোঁচট, ‘বেশরম’ গানে রঙ বিতর্কে নিষিদ্ধ হওয়ার পথে শাহরুখের ‘পাঠান’

এই নতুন ছবিটি আর কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে

×
Advertisement

বলিউড সুপারস্টার শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি ‘পাঠান’ মুক্তির আগেই উঠে এসেছে শিরোনামে। এই ছবিটির ‘বেশরাম রঙ’-নামের গানটি প্রকাশের পর থেকেই বিতর্কে জড়িয়েছে ছবিটি। এই গানে যে পোশাক ব্যবহার করা হয়েছে, সেই পোশাক নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বিশেষত এই গানটি নিয়ে অনেকে কথাও বলতে শুরু করেছেন সোশ্যাল মিডিয়াতে।

Advertisements
Advertisement

উত্তর প্রদেশের বিজেপি কর্মীরা এই ছবিটিকে ‘বয়কট’ করার দাবি তুলেছেন। এই বয়কট করার কারণ হল এই গানে দীপিকার পরা গেরুয়া রঙের বিকিনি। প্রথমে মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র এই ছবিটি নিয়ে তার বক্তব্য দিয়েছিলেন। এখন উত্তরপ্রদেশের বিজেপি কর্মীরাও এই ছবিটিকে সনাতন সংস্কৃতির অবমাননার অভিযোগ এনে বিতর্ক তৈরি করেছে।

Advertisements

এ প্রসঙ্গে নরোত্তম মিশ্র বলেন, ‘এই ছবির যে গানটি সম্প্রতি প্রকাশিত হয়েছে, সেটি খুবই নোংরা। এই গানটি শুটিংয়ের সময় এমন কিছু বিষয় ব্যবহার করা হয়েছে যা সনাতন ধর্মের বিরোধী। এই গানে দীপিকার পরা পোশাকটি খুবই আপত্তিকর। তাই এমন পরিস্থিতিতে হয় গান বদলাতে হবে, নইলে মধ্যপ্রদেশে মুক্তির আগে ছবিটি নিয়ে অনেক কিছু ভাবনা চিন্তা করতে হবে।’

Advertisements
Advertisement

ছবিটি সম্পর্কে, বিজেপি নেতা রাজেশ কেশরওয়ানি বলেছেন, ‘এই ছবির নতুন গানে দীপিকাকে যে পোশাক পরানো হয়েছে তা খুবই অদ্ভুত এবং এটি হিন্দু ধর্ম ও সনাতন সংস্কৃতিকে অপমান করে। এই ছবিটিকে ইউপিতে নিষিদ্ধ করার জন্য রাজ্য সরকারকে চিঠিও দিয়েছেন বিজেপি নেতা। তাৎপর্যপূর্ণভাবে, মধ্যপ্রদেশ বিধানসভার বিরোধী দলের নেতা গোবিন্দ সিংও গানের পোশাক নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

Related Articles

Back to top button