Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

SRK ‘Jawan’ Look: শাহরুখ খানের লুক ভক্তদের হার্টবিট বাড়িয়ে দিল, দেখুন

বুড়ো বয়সে ক্যারিশমা দেখতে পারে ক'জন? নব্বই এর রোম্যান্টিক হিরো এখন বুড়ো হয়েছেন ঠিকই, কিন্তু তার পারফরম্যান্স বলে দেয় এখনও তিনি 'জওয়ান' (Jawan)। বুঝতেই পারছেন বলিউডের কিং খান শাহরুখের আসন্ন…

Avatar

বুড়ো বয়সে ক্যারিশমা দেখতে পারে ক’জন? নব্বই এর রোম্যান্টিক হিরো এখন বুড়ো হয়েছেন ঠিকই, কিন্তু তার পারফরম্যান্স বলে দেয় এখনও তিনি ‘জওয়ান’ (Jawan)। বুঝতেই পারছেন বলিউডের কিং খান শাহরুখের আসন্ন ছবি ঘিরে এই প্রতিবেদন।

সম্প্রতি, শাহরুখের নতুন ছবি জওয়ান এর একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে শাহরুখের মাথায় দেখা যাচ্ছে টাক, চোখ খোলা, কানের পাশ দিয়ে বেরিয়ে আছে চুলের লম্বা ‘লকস’। আপাতত, এই ছবি নিয়েই চর্চার মুখে এসেছেন SRK।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

চলতি বছরে পাঠান দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন, এখনও তিনি লম্বা রেসের ঘোড়া। এবার ফিরছেন অ্যাটলির পরিচালনায় নতুন ছবি জওয়ান দিয়ে। কিং খানের এই ছবিতে থাকছে অ্যাকশন ভরপুর। পাশাপাশি অভিনয়ে থাকছেন দক্ষিণের তারকা নয়নতারা ও বিজয় সেতুপতি। এই ফিল্মে ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে দীপিকা পাডুকোনকে। এখনও পর্যন্ত এই ছবির টিজার মুক্তি পায়নি, তবে আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে শাহরুখ অভিনীত ‘জওয়ান’। অন্যান্য বারের মতন এই বারেও ‘জওয়ান’ ছবির প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছেন শাহরুখ-পত্নী গৌরী খান, অর্থাৎ ‘রেড চিলিজ্ এন্টারটেনমেন্ট’।

এটি শাহরুখ-এর প্রথম প্যান ইন্ডিয়া ছবি, যা মুক্তি পাবে আগামী সেপ্টেম্বর। ছবির টিজার মুক্তি না পেলেও ছবি ঘিরে উত্তেজনা তুঙ্গে শাহরুখ ভক্তদের মধ্যে। কিং খানের গোটা মুখে ব্যান্ডেজ সমতে পোস্টার এখন ভাইরাল। ছবি ঘিরে উত্তাল নেট পাড়া। কেউ কমেন্ট করছেন ‘বাহ্… পাঠান এখন জওয়ান।’ তো কেউ লিখছেন, ‘রাজা এখন থামবেন না। উনিই সেরা।’

About Author