Pathaan Box Office Collection: ভারতে এই মুহূর্তে চলছে পাঠান ঝড়। দেশের প্রতিটি কোনায় এখন শাহরুখ খানের জয়জয়কার। প্রত্যেক সপ্তাহে শাহরুখ খানের সিনেমা নতুন নতুন রেকর্ড ভাঙতে শুরু করেছে। দীর্ঘ চার বছর পর স্বপ্নের কাম ব্যাক করেছেন কিং খান। তাই একের পর এক ছবির রেকর্ড যে ভাঙবে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখেনা। সারা বিশ্বে এই মুহূর্তে ৬০০ কোটি টাকার বেশি রোজগার করে ফেলেছে শাহরুখ খানের পাঠান। দ্বিতীয় সপ্তাহেও অভূতপূর্ব সাফল্যের মুখ দেখেছে শাহরুখ খানের এই ছবিটি। সম্প্রতি এই ছবির কালেকশনের সংখ্যা সামনে আসার পর শাহরুখ ভক্তদের মধ্যেও রয়েছে খুশির ঢল।
ট্রেড এনালিস্ট রমেশ বালা বলছেন, শাহরুখ খান দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম অভিনীত এই ছবিটি এই মুহূর্তে বক্স অফিসে গর্জন করছে। সারাবিশ্বে এই মুহূর্তে ৬৪০ কোটি টাকা আয় করে ফেলেছে এই ছবিটি। এই খবর শুনে ভক্তরাও বেজায় খুশি বলা চলে। অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ সকলে। দক্ষিণী ছবির মাঝে বহুদিন পর বলিউডের কোন একটি ছবি যে এতটা ভালো ব্যবসা করতে পারল, তার পুরো কৃতিত্বই শাহরুখ খান এবং জন আব্রাহামকে দিচ্ছেন অনেকে। বহুদিন পর বলিউডের কোন একটি সিনেমা ব্লকবাস্টার হওয়ায় কিং খানের ভক্তরা রীতিমতো খুশি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowজানিয়ে রাখি, বছর কয়েক আগে জিরো রিলিজ হবার পর সেই সিনেমা ফ্লপ হওয়ার কারণে নিজেকে ছবির জগত থেকে কিছুটা গুটিয়ে নিয়েছিলেন কিং খান। চার বছর পর নিজেকে একেবারে পরিবর্তন করে নতুনভাবে সিলভার স্ক্রিনে ফেরত এসেছেন কিং খান। এই ছবিতে তিনি একজন র এজেন্টের ভূমিকায় অভিনয় করছেন। অন্যদিকে আইএসআই এজেন্ট রুবিনার ভূমিকায় অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। জন আব্রাহাম রয়েছেন এই ছবিতে ভিলেনের ভূমিকায়। তিনজনের অভিনয়ই এই ছবিতে দুর্ধর্ষ।