গৌরী মরে যাবে না তো! ভয়ে কেঁপেছিলেন কিং খান। ডনের বুকও ভয়ে দুরু দুরু করে যখন কিনা মনের মানুষ কষ্ট পায়। যখন প্রথম আরিয়ান আসে গৌরী-বাদশার জীবনে তখন এমনটাই ভয় পেয়েছিলেন শাহরুখ খান। খুব অল্প বয়সে মা-বাবা কে হারানো এক ছেলের মনে পত্নী প্রেম যে থাকবে তা বলা বাহুল্য। এক সাক্ষাৎকারে কিং খান বলেছিলেন, “আরিয়ানের জন্মের সময় যখন হাসপাতালে প্রসব যন্ত্রণায় ছটফট করছিল গৌরী৷ তখন আমার তো ভয়ে হাত-পা কাঁপছিল। প্রচণ্ড টেনশন হচ্ছিল৷ ভেবে পাচ্ছিলাম না কী করব।”
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতৃতীয় সন্তান নেওয়ার সময়েও শাহরুখের পজেসিভনেস আরও দ্বিগুণ হয়ে ওঠে। স্ত্রী র বয়স ৪০ পার, তাই আর ঝুঁকি নেননি কিং খান। দত্তক নেওয়ার ইচ্ছা থাকলেও তা আর হয়ে ওঠেনি। এরপর সারগেসির মাধ্যমে সংসারে আমন্ত্রণ জানান ছোট্ট আব্রামকে। অনেক বিতর্ক তৈরি হয় এই সন্তান ঘিরে। শেষে এক সাক্ষাৎকারে শাহরুখ স্পষ্ট করে দেন যে আব্রাম তাঁরই ঔরসজাত।
স্ত্রী গৌরীকে যে কিং খান কতটা ভালোবাসেন ও সম্মান করেন তাও বহুবার নানাভাবে প্রকাশ্যে এনেছেন তিনি। প্রথম বিয়েতেই রয়েছেন বলিউডের অন্যতম কেয়ারিং ও রোম্যান্টিক হিরো যিনি কিনা রিল লাইফে বহু অভিনেত্রীর হৃদয় হরণ করেছিলেন কিন্তু নিজ সম্পর্কে পাক্কা ছিলেন।