Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দিদিকে মিস করছেন শাহরুখ, রাখিতে কলকাতায় আসবেন কিং খান

সম্প্রতি উদ্বোধন হল ছাব্বিশতম কলকাতা  আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের।  করোনা অতিমারীর কারণে হাওড়ার নবান্ন সভাঘর থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) ভার্চুয়ালি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন।  এই উদ্বোধনী…

Avatar

সম্প্রতি উদ্বোধন হল ছাব্বিশতম কলকাতা  আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের।  করোনা অতিমারীর কারণে হাওড়ার নবান্ন সভাঘর থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) ভার্চুয়ালি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন।  এই উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন অভিনেতা শাহরুখ খান (Shahrukh khan)। এই বছর তিনিও মুম্বই থেকে ভার্চুয়ালি যোগ দিলেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে। মমতা-শাহরুখ ম্যাজিকের সাক্ষী রইলেন সিনেমাপ্রেমী দর্শকরা।

তৃণমূল কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গের মসনদে আসার পর শাহরুখ খানকে পশ্চিমবঙ্গের ব‍্র‍্যান্ড অ্যাম্বাসাডর মনোনীত করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার পর থেকে প্রতিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থেকেছেন শাহরুখ।  কিন্তু এবার করোনা পরিস্থিতিতে শাহরুখ বা মমতা কেউই ঝুঁকি নিতে চাননি। ভার্চুয়ালি পর্দায় এসেই শাহরুখ প্রথমে মমতার সঙ্গে সৌজন‍্য বিনিময় করেন। শাহরুখকে মমতা জানান নববর্ষের শুভেচ্ছা। শাহরুখ জানিয়েছেন, তিনি তাঁর প্রিয় ‘মমতাদিদি’-কে ভীষণ মিস করছেন। শাহরুখ ‘দিদি’র প্রশংসা করে বলেন, দিদি বুঝেছেন, করোনা পরিস্থিতিতে কলকাতায় এসে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করা ঝুঁকিপূর্ণ। তাই তিনি শাহরুখকে ভার্চুয়ালি এই উদ্বোধনী অনুষ্ঠানে থাকার জন্য অনুরোধ করেছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

শাহরুখ বলেন, করোনা পরিস্থিতি তাঁকে শিখিয়েছে, পরিবারের থেকে জরুরী কিছু নয়। শাহরুখের কাছে সমগ্র দেশ তথা বাংলা তাঁর পরিবার। 2021 সালে নতুন ধরনের ফিল্মের মাধ্যমে সকলকে এন্টারটেইন করার প্রতিশ্রুতি দিয়েছেন কিং খান।  তার পাশাপাশি তিনি জানিয়েছেন, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত না থাকতে পেরে তিনি সবচেয়ে বেশি মিস করছেন তাঁর দিদি-র স্নেহভরা আলিঙ্গনকে।  শাহরুখের দিদি মমতাও এদিন শাহরুখকে তাঁর প্রিয় ভাই বলে সম্বোধন করেন।  মমতা শাহরুখকে ‘রাখি’-র সময় কলকাতায় আসার আমন্ত্রণ জানিয়েছেন।  ভাইও দিদিকে কথা দিয়ে বলেছেন, ‘’নিশ্চয় আসবো”।

About Author