Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ডিজিটাল ডেবিউকে স্মরণীয় করতে কি করলেন শাহিদ কাপুর! রইলো ভিডিও

প্রত্যেক নায়ক নায়িকার ইচ্ছা বড় পর্দাতে অভিনয় করবে। অনেকেই ডিজিটাল প্ল্যাটফর্মে অভিনয় করতে এক্কেবারে চায়না। তবে বর্তমান পরিস্থিতিতে করোনার প্রকোপে দর্শক সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে প্রায় ভুলে গিয়েছে৷ এখন…

Avatar

By

প্রত্যেক নায়ক নায়িকার ইচ্ছা বড় পর্দাতে অভিনয় করবে। অনেকেই ডিজিটাল প্ল্যাটফর্মে অভিনয় করতে এক্কেবারে চায়না। তবে বর্তমান পরিস্থিতিতে করোনার প্রকোপে দর্শক সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে প্রায় ভুলে গিয়েছে৷ এখন ডিজিটাল মাধ্যমই ভরসা সকল স্টার দের জন্য। কিছু অভিনেতা অভিনেত্রী আছে যারা আগেই এই মাধ্যমে নাম লিখিয়েছেন তবে এবার ধীরে ধীরে এই প্ল্যাটফর্মে নাম লেখানো শুরু করছে। ঠিক তেমনই ডিজিটাল প্ল্যাটফর্মে এবার নাম লেখালেন খোদ শাহিদ কাপুর।নিজের ডিজিটাল অভিনয় শুরু করার আগেই জানিয়েছিলেন,এই নতুন ফর্ম্যাটে নিজের প্রথম ইনিংস স্মরণীয় করে রাখার জন্য যা যা প্রয়োজন হবে তা তিনি করতে রাজী আছেন। এই কাজের জন্য তাঁকে যদি বিভিন্ন ঝুঁকিও নিতেও হয় তাতেও তিনি কোনও কসুর করবেন না। যেমন কথা তেমন কাজ করতে ভালোবাসেন ওড়তা পাঞ্জাবের অভিনেতা।জনপ্রিয় পরিচালক জুটি রাজ-ডিকের পরিচালনায় ওয়েব ডেবিউ করছেন তিনি। এবারে এই ওয়েব সিরিজে নিজের চরিত্রের লুককে আরও জমাটি করে তুলতে এক নয়া পদক্ষেপ নিলেন।
শাহিদ নিজের শরীরে আঁকলেন এক আস্ত ট্যাটু।ওয়েব সিরিজে নিজের চরিত্রের লুককে ফুটিয়ে তুলতে এই নতুন ট্যাটু তাও বললেন অভিনেতা৷ সোশ্যাল মিডিয়াতে এই নতুন ট্যাটুর ভিডিওটি পোস্ট করেছেন তিনি। শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, কবীর সিংয়ের কানের নিচ থেকে শুরু করে ঘাড়ের একটি সাইডে রয়েছে চারটি ভিন্ন আকারের বাজপাখি। সঙ্গে কাঁধেও আছে ইংরেজি কার্সিভ হরফে লেখা কয়েকটি শব্দ। যা দেখে বোঝাই যাচ্ছে ওয়েব দুনিয়াতে কাজ করার জন্য তিনি কতটা এক্সসাইটেড।
এই ভিডিয়োর ক্যাপশনে তিনি লিখেছেন,”সেটে অপেক্ষা করছি। রাজ এবং ডিকে আমাকে খুব শীঘ্রই ডাকবে। বিজয় সেতুপতি এবং রসিকা খান্নার সঙ্গে স্ক্রিন শেয়ার করার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না”। শাহিদের এই পোস্ট দেখে পরিচালক জুটিও কমেন্ট করেছেন, ‘শট রেডি। লেটস্ রোল।’ রসিকা লিখেছেন, ‘ঘর কি মুরগি ডাল বরাবর।’ অনেকেই অভিনেতার এই নতুন ট্যাটু দেখে প্রশংসা করেছেন। তুমুল ভাইরাল হয় সেই ভিডিও।ডিজিটাল ডেবিউকে স্মরণীয় করতে কি করলেন শাহিদ কাপুর! রইলো ভিডিওউল্লেখ্য, নিজের ডিজিট্যাল ডেবিউ নিয়ে যথেষ্ট নার্ভাস ও আছেন অভিনেতা। অন্যদিকে,‘ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজে কাজ করার পর রাজ এবং ডিকের বাজার এখন বেশ গরম। তাই নিজের ডিজিট্যাল ডেবিউয়ের অন্যতম নির্দেশক হিসেবে এঁদেরকেই বেছে নিয়েছেন শাহিদ কাপুর। আর এদের সাথে নিজের প্রথম ডেবিউ করা নিয়ে বেশ উত্তেজিত অভিনেতাও।
About Author