সম্প্রতি অভিনেতা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে, শাহিদ কাপুর ‘জার্সি’ ছবিতে অভিনয়ের জন্য এবং নির্দিষ্ট চরিত্রে প্রাণ প্রতিষ্ঠার জন্য কঠোর অনুশীলনে মগ্ন রয়েছেন। দিন-রাত কঠোর পরিশ্রম করছেন ক্রিকেটকে রপ্ত করার জন্য। তিনি ট্রেনারকে এও বলেছেন, আগে কখনো ক্রিকেট এইভাবে খেলেননি। তাকে প্রাক্টিস করিয়ে যেতে বলেছেন, ট্রেনারকে অনুরোধ করেছেন তাকে যেন তিনি না ছাড়েন। আর এই ক্রিকেট প্র্যাক্টিস করতে গিয়েই গুরুতরভাবে আহত হন অভিনেতা। তারপরেও তিনি হাল ছাড়েননি, চোট সারিয়ে শুটিংয়ে নেমেছেন তিনি।শাহিদ কাপুর অভিনীত আসন্ন ‘জার্সি’ ছবিতে বাবা পঙ্কজ কাপুর এর সাথে অভিনয় করতে দেখা যাবে তাকে। সম্প্রতি নিজের বাবার সাথে অভিনয় করার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তিনি বলেছেন তার বাবার সাথে শুটিং করা শুধু কঠিনই নয় ভয়েরও। এই ছবি আসলে একটি তেলেগু ছবির রিমেক। ছবিতে উল্লেখও আছে সেই ছবির নাম। খুব শীঘ্রই, চলতি বছরের শেষ দিনে ৩১’শে ডিসেম্বর ‘জার্সি’ ছবিটি মুক্তি পেতে চলেছে। অপেক্ষায় রয়েছেন অভিনেতার অসংখ্য অনুরাগীরা।
Shahid kapoor Injury: ‘জার্সি’ ছবি দিয়েই কামব্যাক করছেন অভিনেতা, অনুশীলনেই গুরুতর আহত শাহিদ কাপুর; পরলো ২৫’টি সেলাই
পর্দায় অভিনয় করার সময় বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাহিদ কাপুর চেষ্টা করেন যতটা সম্ভব নিজেকে চরিত্রের সাথে মানিয়ে নিয়ে দর্শকদের মনের মধ্যে দাগ ফেলার। শেষবারের মতো তাকে বড়পর্দায় দেখা গিয়েছিল…

By

আরও পড়ুন