Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Shah Rukh-Kajal: কাজলের সাথে ঘনিষ্ঠ ফটোশুটের প্রস্তাব কিং খানকে, ক্ষুব্ধ অভিনেতা

শাহরুখ খান ও কাজল বলিউডের অন্যতম হিট জুটি। তারা একসাথে কোন ছবিতে থাকা মানেই সেটা হিট, তা আর বলার অপেক্ষা রাখে না। নব্বইয়ের দশকের হিট জুটি তারা। তারা একসাথে পরপর…

Avatar

শাহরুখ খান ও কাজল বলিউডের অন্যতম হিট জুটি। তারা একসাথে কোন ছবিতে থাকা মানেই সেটা হিট, তা আর বলার অপেক্ষা রাখে না। নব্বইয়ের দশকের হিট জুটি তারা। তারা একসাথে পরপর একাধিক হিট ছবি উপহার দিয়ে গিয়েছেন নিজের দর্শকদের। তাদের নিয়ে কম চর্চা হয়নি সেইসময়। তবে একবার এক ম্যাগাজিনের প্রস্তাবে রীতিমতো ক্ষুব্ধ হয়েছিলেন কিং খান।

Shah Rukh-Kajal: কাজলের সাথে ঘনিষ্ঠ ফটোশুটের প্রস্তাব কিং খানকে, ক্ষুব্ধ অভিনেতা

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পর্দা কিংবা ক্যামেরার সামনে শাহরুখ খান ও কাজল আসলেই রীতিমতো সেইসমস্ত দৃশ্য ও ছবি হু হু করে ছড়িয়ে যায় দর্শকদের মাঝে, যাতে অনেকসময় ব্যবসা বাড়ে চ্যানেল কিংবা ম্যাগাজিনের। সেইরকমই কোনো এক ম্যাগাজিন শাহরুখ খানকে প্রস্তাব দিয়েছিলেন কাজলের সাথে ঘনিষ্ঠ দৃশ্যের ফটোসুট করার জন্য। এই প্রস্তাব শোনা মাত্রই, অভিনেতা রীতিমতো ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন তাদের উপর। তিনি জানিয়েছিলেন কাজলের পাশাপাশি তিনি নিজের সমস্ত সহ-অভিনেত্রীদের সম্মান করেন। কোন একজন অভিনেত্রীর সাথে তার রসায়ন ভালো বলেই তার সাথে ঘনিষ্ঠ দৃশ্যে ফটোশুট করতে পারবেন না তিনি।

Shah Rukh-Kajal: কাজলের সাথে ঘনিষ্ঠ ফটোশুটের প্রস্তাব কিং খানকে, ক্ষুব্ধ অভিনেতা

তিনি এও জানান, কাজলকে শুরু থেকেই তিনি বোনের মতো দেখেন। অভিনেত্রীর মা তনুজাকে অভিনেতা নিজের মায়ের চোখেই দেখেন। সকলের পাশাপাশি তারও প্রশ্ন, কেন সবসময় তার সাথে কাজলের নাম জড়িয়েছে? তিনি এও বলেছিলেন, গৌরি খান অর্থাৎ তার স্ত্রী তার কাছে যথেষ্ট সুন্দরী ও বুদ্ধিমতী। এরপরেও কেন তিনি অন্য মহিলাদের পিছনে ছুটবেন! শেষে তিনি এও জানিয়ে দেন, তিনি যদি ভবিষ্যতে কোনো সম্পর্কেও জড়ান তাহলে তা ঘুণাক্ষরেও কেউ টের পাবেন না। কারণ তিনি জানান, নিজের জীবনের প্রতিটি পদক্ষেপ তিনি খুব বুদ্ধি করেই নেন।

About Author