Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দেখতে হুবহু শাহরুখ খান, ‘পাঠান’ এর গানে বাড়ির ছাদে নাচলেন এই ব্যক্তি, দেখুন ভিডিও

বলিউড এক বিশাল সমুদ্রের মতো। সেই সমুদ্রে ভেসে থেকে নিজের জনপ্রিয়তা দীর্ঘদিন কায়েম রাখতে পারেন খুব কমজনই। তাদের মধ্যে কিং খান অন্যতম। সেই শুরুর সময় থেকে এখনো পর্যন্ত তার জনপ্রিয়তা…

Avatar

বলিউড এক বিশাল সমুদ্রের মতো। সেই সমুদ্রে ভেসে থেকে নিজের জনপ্রিয়তা দীর্ঘদিন কায়েম রাখতে পারেন খুব কমজনই। তাদের মধ্যে কিং খান অন্যতম। সেই শুরুর সময় থেকে এখনো পর্যন্ত তার জনপ্রিয়তা রয়েছে আকাশ ছোঁয়া। এখনো পর্দায় বলিউডের বাদশা শাহরুখ খানের এক ঝলক পেতে অপেক্ষায় থাকেন অগণিত মানুষ। অবশ্য সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য , শীঘ্রই বড়পর্দায় আসতে চলেছে ‘পাঠান’। দীর্ঘসময় পর বড়পর্দায় দেখা মিলতে চলেছে শাহরুখ খানের। সেই নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই ভক্তমহলের। অবশ্য ছবির গান মুক্তি পাওয়ার পর থেকেই তার আঁচ পাওয়া গিয়েছে।

অভিনেতার ভক্তের সংখ্যা নেহাতই হাতে গোনা নয়। আর সেই ভক্তদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যাদের এসআরকের অন্ধভক্ত বললেও ভুল বলা হয়। কারণ তাদের দেখে সত্যিই বোঝা মুশকিল তিনি আসলে কে! আসল কথা হল, এমন অনেকেই রয়েছেন যারা নিজেদের পছন্দের তারকাদের নকল করেন। নকল করতে গিয়ে তারা নিজেদের একেবারে হাবে-ভাবে চেহারায় বানিয়ে ফেলেন তাদের মতোই। আর তেমনি একজন এসআরকে ভক্ত হলেন ইব্রাহিম কাদরী। তাকে হঠাৎ দেখলে মনে হবে সাক্ষাৎ শাহরুখ খানই যেন সামনে দাঁড়িয়ে রয়েছেন। হাব-ভাব, চাল-চলন, কথা বলা, চাহনি সবই যেন মিলে যাচ্ছে কিং খানের সাথে। এই মুহূর্তে ‘পাঠান’এর টাইটেল ট্র্যাকের তালে তাল মিলিয়েই চর্চায় ইব্রাহিম।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি শাহরুখ খানের আসন্ন ছবি ‘পাঠান’এর টাইটেল ট্রাকের সাথে তাল মিলিয়ে একেবারে হুবহু অভিনেতার মতোই নেচেছেন ইব্রাহিম। এই মুহূর্তে তার সেই নাচের রিল ভিডিওই চর্চায় উঠে এসেছে। যেন স্বয়ং শাহরুখ খানকেই দেখছেন নেটজনতা। বলাই বাহুল্য, ইব্রাহিমের এই রিল ভিডিও নেটনাগরিকদের একাংশের মাঝে প্রশংসা কুড়িয়েছে অসংখ্য, তার ঝলক রয়েছে ভিডিওর কমেন্টবক্সেই। উল্লেখ্য, ইব্রাহিম একেবারে অভিনেতার মতো করেই অভিনেতাকে নকল করতে পারেন। আর নিজের এই প্রতিভার জন্যই তিনি আমন্ত্রণ পান দেশ-বিদেশের বিভিন্ন অনুষ্ঠানেও।

About Author