Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

IPL শুরুর আগে চাপে নাইট রাইডার্স, রোজভ্যালি কান্ডে নাম জড়াল শাহরুখ খানের

এবার রোজভ্যালি কান্ডের জেরে বিপাকে পড়ল কোলকাতা নাইট রাইডার্স। শাহরুখের এই দলের বেশ কয়েক কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। তারা বলেন, কোলকাতা নাইট রাইডার্স বিতর্কিত এই অর্থলগ্নি…

Avatar

এবার রোজভ্যালি কান্ডের জেরে বিপাকে পড়ল কোলকাতা নাইট রাইডার্স। শাহরুখের এই দলের বেশ কয়েক কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। তারা বলেন, কোলকাতা নাইট রাইডার্স বিতর্কিত এই অর্থলগ্নি সংস্থার থেকে হিসেব বহির্ভূত টাকা নিয়েছে।

এদিন সোমবার ইডির তরফ থেকে জানানো হয়, সেন্ট জেভিয়ার্স কলেজ ও কোলকাতা নাইট রাইডার্সের থেকে ৭০ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সিদ্ধান্তে ‘প্রিভেনশন অফ মান লন্ডারিং অ্যাক্ট’-এর অধীনে এদিন টাকা বাজেয়াপ্ত কররা হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

রোজভ্যালি সংস্থার সঙ্গে কোলকাতা নাইট রাইডার্সের নাম জড়িয়েছিল ২০১২ সালে। তখন কলকাতা নাইট রাইডার্সের অন্যতম স্পনসর ছিলেন গৌতম কুণ্ডুর সংস্থা। ২০১২ ও ২০১৩ সালে আইপিএলের সময় রোজভ্যালির লোগো দেখা যায় কেকেআরের জার্সিতে।

আরও পড়ুন : টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড গড়ল ভারতীয় তারকা জসপ্রিত বুমরাহ

শর্ত অনুযায়ী ২০১২ ও ২০১৩, দুই বছরের জন্য ১২ কোটি টাকা সরকারিভাবে নাইটদের দেওয়া হয় বিতর্কিত অর্থলগ্নি সংস্থাটির তরফ থেকে।তার বদলে কেকেআরের জার্সিতে ওই বিতর্কিত অর্থলগ্নি সংস্থাটির লোগো লাগানো ছাড়াও ইডেনে রোজভ্যালির নামে ২৫টি হসপিটালিটি বক্সও তৈরি হয়। এতদূর পর্যন্ত হিসেবে কোনও গড়মিল ছিল না। কিন্তু ইডির অভিযোগ এ ছাড়াও হিসেব বহির্ভূতভাবে দুই সংস্থার মধ্যে লেনদেন হয়েছে।

এরপরই কেকেআরের উপর বিশেষ তদন্ত চালায় ইডি। কেকআরের তিন সহ-মালিকের একজনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। এরপর ইডির তরফে জানানো হয়েছে, এই বিতর্কিত অর্থলগ্নি সংস্থাটি কেকআরকে বেশ কয়েক কোটি টাকা দেয়। সেন্ট জেভিয়ার্স কলেজেও অনুদান দেওয়া হয় বেশ কয়েক কোটি টাকা। এই সমস্তা টাকা মিলিয়ে ৭০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি সংস্থা। যার মধ্যে নগদে বাজেয়াপ্ত হয়েছে ১৬.২ কোটি টাকা।

About Author