গৌরী খান ও শাহরুখ খান বিটাউনের পাওয়ার কাপেল। প্রায়ই একসাথে একাধিক জায়গায় দেখা মেলে তাদের। তারা দুজনেই যে নিজেদের কর্মক্ষেত্রে সফল, তা আর আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজনীয়তা নেই। আপাতত, সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে কিং খানের একটি আংটি বারবার হাইলাইট করানো হয়েছে। সেই আংটিটি অভিনেতার বিয়ের সময়কার। অভিনেতাকে নিজেদের জীবন শুরুর সময় গৌরী খান এই আংটিটি দিয়েছিলেন। সেটি আঙুলে পরার পর থেকে আজ পর্যন্ত একবারও সেটি হাত থেকে খোলেননি অভিনেতা। ভাইরাল হওয়া ভিডিওতে তার একাধিক ঝলক মিলবে।এই ঝলক দেখার পর থেকেই অভিনেতা ভক্তরা বেজায় খুশি হয়েছেন। তাদের উচ্ছ্বাসের ঝলক অবশ্য রয়েছে ভাইরাল হওয়া ভিডিওর কমেন্টবক্সেই। তাদের একাংশই বাহবায় ভরিয়ে দিয়েছেন অভিনেতাকে।View this post on Instagram
Shah Rukh Khan-Gauri Khan: গৌরী খানের দেওয়া এই গয়না কখনই হাত থেকে খোলেনি কিং খান, ভিডিও ভাইরাল হতেই বাহবায় ভরাচ্ছে নেটজনতা
বলিউডের কিং খান তিনি। কেরিয়ারের শুরুর সময় থেকেই পর্দায় রাজ করছেন তিনি। বর্তমানেও ইন্ডাস্ট্রিতে নিজের দাপট কায়েম রেখেছেন তিনি। একের পর একের ছবি উপহার দিয়ে যাচ্ছেন নিজের দর্শকদের। কদিন আগেই…

আরও পড়ুন