Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Shahrukh Khan: শার্টলেস শাহরুখ খান, প্রিয় অভিনেতার ফিটনেস দেখেই মুগ্ধ অনুরাগীরা

বলিউডের কিং খান তিনি। ৯০'এর দশকে একাই হিট করিয়েছেন একাধিক সিনেমা। ছবিতে অভিনেতার উপস্থিতি ভিড় জমাতো হলে। শুরুর সময় থেকে আজ পর্যন্ত অভিনেতা একনাগারে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন দর্শকদের মাঝে।…

Avatar

বলিউডের কিং খান তিনি। ৯০’এর দশকে একাই হিট করিয়েছেন একাধিক সিনেমা। ছবিতে অভিনেতার উপস্থিতি ভিড় জমাতো হলে। শুরুর সময় থেকে আজ পর্যন্ত অভিনেতা একনাগারে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন দর্শকদের মাঝে। ক্রমাগত মুগ্ধ করে যাচ্ছেন তার ভক্তমহলকে। মিডিয়াতে কোন না কোন কারণে চর্চায় থাকতে দেখা যায় অভিনেতাকে। অভিনেতাকে নিয়ে চর্চা করার জন্য তার ভক্তমহলের আলাদা করে কোন বিষয়ের প্রয়োজন পড়ে না। উল্লেখ্য, নয় নয় করে গতমাসেই এই বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের ৩০’টা বছর পূর্ণ করলেন অভিনেতা, যার জন্য একরাশ শুভেচ্ছাবার্তাও পেয়েছেন তিনি।

তবে সম্প্রতি অভিনেতা নেটিজেনদের মাঝে চর্চায় রয়েছেন নিজের শার্টলেস লুকের জন্য। ৫৬ বছর বয়সেও অভিনেতার ফিটনেস্ নজর কেড়েছে সকলের। রীতিমতো নিজের বয়স ধরে রেখেছেন ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’এর রাজ। সম্প্রতি অভিনেতা নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন যেখানে তাকে একটি নামী বডি ওয়াশের অ্যাড দিতে দেখা যাচ্ছে। আর সেই ভিডিও শেয়ার হতেই রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে নেটিজেনদের পাশাপাশি অভিনেতার ভক্তমহলের মাঝে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভাইরাল হওয়া ভিডিওতে অভিনেতাকে খালি গায়ে বাথরুমের মধ্যে দেখা গিয়েছে। সেখানে একটি নামী বডি ওয়াসের অ্যাড দিচ্ছিলেন তিনি, তা ভিডিওটি দেখেই বোঝা গিয়েছে। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই নিজেদের প্রিয় অভিনেতা শাহরুখ খানকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তার অনুরাগীরা। নিজেদের প্রিয় অভিনেতার ফিটনেস দেখে মুগ্ধ হয়েছেন সকলেই।

উল্লেখ্য, বলিউডে ‘পাঠান’ ছবির সূত্র ধরেই বড়পর্দায় ফিরছেন বলিউডের কিং খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে দীপিকা পাডুকোনের সাথে দেখা মিলবে অভিনেতার। ‘চেন্নাই এক্সপ্রেস’এর পর এই ছবিতে তাদের একসাথে জুটি হিসেবে দেখা মিলবে আবারো। অন্যদিকে, তামিল পরিচালক অ্যাটলির সাথে চা খেতেও দেখা গিয়েছে তাকে। ‘জওয়ান’ ছবির টিজার মুক্তি পেতেই মুগ্ধ নেটমহল। ছবিতে একেবারে এক অন্য অবতারে দেখা মিলতে চলেছে অভিনেতার, তা টিজারেই স্পষ্ট। সম্ভবত সব ঠিকঠাক থাকলে ২০২৩’এর ২’রা জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে এই ছবি। আপাতত অপেক্ষায় সিনেমা অনুরাগীরা।

About Author