১৯৯৫ এর ‘করণ-অর্জুন’ এর জুটি আবারও বড় পর্দায় ফিরতে চলেছে। ‘জিরো’ র পর শাহরুখকে বড় পর্দায় আর দেখা যায়নি। বর্তমানে মরু শহরে IPL 2020 নিয়ে ব্যস্ত কিং খান। পাশাপাশি চুটিয়ে বিগবস সঞ্চালনা করছেন ভাইজান সালমান খান।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসূত্রের খবর সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘পাঠান’ ছবির শুটিং শুরু করবেন শাহরুখ খান। এই সিনেমায় থাকবেন সালমান খানও।
সালমানকে অবশ্য শাহরুখের শেষ মুক্তি পাওয়া ছবি ‘জিরো’তেও ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল। তবে ‘করণ-অর্জুন’ এর মত স্ট্রং ক্যারেক্টারে দেখা যায়নি এই দুই অভিনেতাকে। যদিও ‘দুশমন দুনিয়া কা’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ মুভিতে ‘শাহরুখ-সলমন’ একসঙ্গে পেয়েছেন। তবে ‘পাঠান’ মুভিতে এই দুই সুপারস্টারকে আরও বোল্ড চরিত্রে দেখতে পাবেন দর্শকরা।