Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

যত শীঘ্র সম্ভব কলেজ এবং ইউনিভারসিটিতে ক্লাস শুরু করুন, রাজ্য সরকারের উদ্দেশ্যে দাবি SFI এর

কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া স্টুডেন্ট সেল এসএফআই এবারে পশ্চিমবঙ্গ সরকারকে আবেদন জানিয়েছে যাতে কলেজ এবং ইউনিভারসিটিতে যত শীঘ্র সম্ভব ক্লাস শুরু করা হয়। তারা অনুরোধ জানিয়েছে, বহুদিন হয়েছে কলেজ এবং…

Avatar

কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া স্টুডেন্ট সেল এসএফআই এবারে পশ্চিমবঙ্গ সরকারকে আবেদন জানিয়েছে যাতে কলেজ এবং ইউনিভারসিটিতে যত শীঘ্র সম্ভব ক্লাস শুরু করা হয়। তারা অনুরোধ জানিয়েছে, বহুদিন হয়েছে কলেজ এবং ইউনিভারসিটিতে কোন ক্লাস হচ্ছে না। তাই বর্তমানে করণা প্রটোকল মেনে কলেজ এবং ইউনিভারসিটিতে ক্লাস নেওয়া অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে।

ছাত্র-ছাত্রীরা লাইব্রেরী, ল্যাবরেটরি এর মতো বিভিন্ন ক্যাম্পাস ফেসিলিটি ব্যবহার করতে পারছেন না এই বর্তমান পরিস্থিতিতে। সরকার অনলাইন পদ্ধতিতে শিক্ষাকে জোর দিচ্ছে। কিন্তু এই সমস্ত ক্যাম্পাস ফেসিলিটিও ছাত্রদের অত্যন্ত প্রয়োজন। আজ একটি বিবৃতিতে এসএফআই পশ্চিমবঙ্গ ইউনিটের জেনারেল সেক্রেটারি সৃজন ভট্টাচার্য আমাদের জানিয়েছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সিপিআইএমের ছাত্র যুব নেতা জানিয়েছেন,”রাজ্য সরকার সঠিক পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থাকে চালানোর কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। কোন ইনস্টিটিউশনে ক্লাস শুরু না হওয়ার কারণে ছাত্ররা এবং রিসার্চাররা লাইব্রেরী, ল্যাবরেটরি এবং অন্যান্য বিভিন্ন ফেসিলিটি ব্যবহার করতে পারছেন না।”

এছাড়াও তিনি আরো জানিয়েছেন, বহু ছাত্ররা পরীক্ষাতে তাদের পেপার লিখতে সমস্যার মুখোমুখি হয়েছে। এই কারণে স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার দাবি যত শীঘ্র সম্ভব পশ্চিমবঙ্গে কলেজ এবং ইউনিভারসিটিতে ক্লাস শুরু করা হোক।

তবে, পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সম্প্রতি জানিয়েছিলেন, এই মুহূর্তে করোনাভাইরাস পরিস্থিতি সঠিকভাবে না কাটলে কলেজ এবং ইউনিভারসিটিতে সরাসরি ক্লাস করা সম্ভব নয়। যতদিন করোনা পরিস্থিতি ঠিক না হবে ততদিন অনলাইন ক্লাস চলতে থাকবে।

About Author