Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

একের পর এক কোপ, বার্মিংহামের রাস্তায় আহত বহু মানুষ

ব্রিটেন : বার্মিংহামের রাস্তায় ছুরি নিয়ে কোপানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ব্রিটেনে। শনিবার গভীর রাতে আচমকাই রাস্তায় কুপিয়ে জখম করা হয়েছে বেশ কয়েকজনকে। গতকাল রাত ১২.৩০টা বার্মিংহামের আরকেডিয়ান ও স্নোহিল এলাকা…

Avatar

ব্রিটেন : বার্মিংহামের রাস্তায় ছুরি নিয়ে কোপানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ব্রিটেনে। শনিবার গভীর রাতে আচমকাই রাস্তায় কুপিয়ে জখম করা হয়েছে বেশ কয়েকজনকে। গতকাল রাত ১২.৩০টা বার্মিংহামের আরকেডিয়ান ও স্নোহিল এলাকা থেকে এই নৃশংস ঘটনার খবর আসা মাত্রই ঘটনাস্থলে রওনা দেয় ওয়েস্ট মিডল্যান্ডস এলাকার বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই জখম ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হচ্ছে।এই ভয়ানক ঘটনার পর স্বাভাবিকভাবেই চিন্তিত হয়ে পড়েন ওই এলাকার সাধারণ মানুষ। তাদের উদ্দেশ্যে ট্যুইট করে পুলিশ জানিয়েছে, “আমাদের অফিসাররা ঘটনাস্থলে রয়েছেন। পরবর্তী নোটিশ না-দেওয়া পর্যন্ত মানুষজনকে ওই এলাকায় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। এ বিষয়ে সবিস্তার তথ্য হাতে এলেই তা সংবাদমাধ্যমের কাছে জানানো হবে”।তবে এই ঘটনায় এখনো পর্যন্ত ঠিক কতজন জখম বা কতজনের অবস্থা আশংকাজনক তা সঠিক করে বলা যাচ্ছেনা, তাই পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ।
About Author