Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Indian Railways: ৮-৯ ফেব্রুয়ারি একাধিক লোকাল ট্রেন বাতিল, কিছু ট্রেন চলবে ঘুরপথে – দেখে নিন সম্পূর্ণ তালিকা

আগামী ৮ ফেব্রুয়ারি রাত ১০:১৫ থেকে ৯ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত পাওয়ার ব্লকের কারণে শিয়ালদহ ডিভিশনের একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে। একইসঙ্গে, কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হবে। বাসুলডাঙা স্টেশনে…

Avatar

আগামী ৮ ফেব্রুয়ারি রাত ১০:১৫ থেকে ৯ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত পাওয়ার ব্লকের কারণে শিয়ালদহ ডিভিশনের একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে। একইসঙ্গে, কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হবে। বাসুলডাঙা স্টেশনে ফুট ওভার ব্রিজ নির্মাণের কাজ চলার কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। রেলের বিবৃতি অনুযায়ী, প্রায় সাড়ে ৯ ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হবে।

কোন কোন ট্রেন বাতিল থাকছে?

৮ ফেব্রুয়ারি (শনিবার) বাতিল ট্রেন:

ডাউন লোকাল ট্রেন: ৩৪৮৬০, ৩৪৮৫৬ (শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল)
আপ লোকাল ট্রেন: ৩৪৮৫৭ (ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকাল)

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

৯ ফেব্রুয়ারি (রবিবার) বাতিল ট্রেন:

ডায়মন্ড হারবার – শিয়ালদহ লোকাল: ৩৪৮১২, ৩৪৮১৫, ৩৪৮১৭, ৩৪৮২৩ (আপ)
*ডাউন ট্রেন: ৩৪৮১২, ৩৪৮১৮, ৩৪৮২০
সোনারপুর – ডায়মন্ড হারবার লোকাল: ৩৪৮৮২ (ডাউন)
ডায়মন্ড হারবার – বারুইপুর লোকাল: ৩৪৮৯১ (আপ)

কোন কোন ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে?

৩৪৮৫৪/৩৪৮৫৯ (শিয়ালদহ – ডায়মন্ড হারবার – শিয়ালদহ লোকাল) → মগরাহাট থেকে ছাড়বে।
৩৪৮৫৮ (শিয়ালদহ – ডায়মন্ড হারবার লোকাল) → ৮ ফেব্রুয়ারি বারুইপুরে এসে থামবে।
৩৪৮১১ (ডায়মন্ড হারবার – শিয়ালদহ লোকাল) → ৯ ফেব্রুয়ারি বারুইপুর থেকে ছাড়বে।
৩৪৮১৪/৩৪৮১৯ (শিয়ালদহ – ডায়মন্ড হারবার – শিয়ালদহ লোকাল) → ৯ ফেব্রুয়ারি মগরাহাট থেকে চলবে এবং সংক্ষিপ্তভাবে বন্ধ থাকবে।

যাত্রীদের জন্য সতর্কবার্তা

যাত্রার আগে রেলওয়ে স্টেশন বা অনলাইন ট্রেন শিডিউল চেক করুন।
বিকল্প পরিবহনের ব্যবস্থা রাখুন, বিশেষ করে সকালে অফিস বা গুরুত্বপূর্ণ কাজে বের হলে।
যদি আপনাকে ডায়মন্ড হারবার, সোনারপুর, বারুইপুর বা আশপাশের স্টেশনগুলিতে যেতে হয়, তাহলে আগে থেকে পরিকল্পনা করুন।

সুবিধার জন্য যাত্রীরা রেলের অফিসিয়াল ওয়েবসাইট ও স্টেশনের তথ্য পরিষেবা ব্যবহার করতে পারেন।

About Author