Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনার থাবায় ধস শেয়ার বাজারে, গত ২ বছরে প্রথম নিফটি নামলো ১০ হাজারের নিচে

করোনার গ্রাসে রীতিমত নাজেহাল বিশ্ব। শুধু সংক্রমণই নয় , এর জেরে বিশ্ব ব্যবসা বাণিজ্যের অবস্থা যথেষ্ট শোচনীয়। যার প্রভাব পড়েছে শেয়ার বাজারে। প্রতিদিনই শেয়ার বাজারের সূচক প্রায় নিম্নমুখী। তবে বৃহস্পতিবার …

Avatar

করোনার গ্রাসে রীতিমত নাজেহাল বিশ্ব। শুধু সংক্রমণই নয় , এর জেরে বিশ্ব ব্যবসা বাণিজ্যের অবস্থা যথেষ্ট শোচনীয়। যার প্রভাব পড়েছে শেয়ার বাজারে। প্রতিদিনই শেয়ার বাজারের সূচক প্রায় নিম্নমুখী। তবে বৃহস্পতিবার  বাজার খুলতেই শেয়ার বাজারে ধস নেমেছে। গত দুই বছরের মধ্যে এই প্রথম ১০ হাজারের নিচে খুলেছে নিফটি।

সকাল সাড়ে ৯ টার রিপোর্ট অনুযায়ী সেনসেক্স পড়েছে প্রায় ৫০০পয়েন্ট, ও নিফটি পড়েছে ১৬৯৪ পয়েন্ট। বর্তমানে সেনসেক্সের সূচক দাঁড়িয়েছে ৩৪০০০ পয়েন্টে এবং নিফটির সূচক দাঁড়িয়েছে ৯৯৪৭ পয়েন্টে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : করোনা ভাইরাসে আক্রান্ত অস্কারপ্রাপ্ত হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস

যেহেতু বিমান পরিষেবা , পর্যটন পরিষেবা , রিটেল ব্যবসাতে করোনার জন্য বিপুল ক্ষতি হচ্ছে। যার ফলে বিশ্ববাজার মন্দার সম্মুখীন হতে পারে , শেয়ার বাজার আরো নিচে নামবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

বুধবার WHO জানিয়েছে যে করোনা ভাইরাস মহামারীর আকার নেবে, সারা বিশ্বে এর প্রভাব পড়বে। গতকাল রাট থেকেই কেন্দ্র তরফ থেকে বিদেশিদের ভারতে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমস্ত ভিসা স্থগিত করা হবে ১৩ ই মার্চ থেকে ১৫ ই এপ্রিল পর্যন্ত। যার জেরে শেয়ার মার্কেটের সূচক আরও নিম্নমুখী হয়েছে।

About Author