ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা আর নয়—মুম্বাইয়ের লোকাল ট্রেনে এবার প্রবীণ যাত্রীদের জন্য আসন সংখ্যা বাড়াচ্ছে পশ্চিম রেলওয়ে। এক বড়সড় সিদ্ধান্তে, প্রতিটি ট্রেনে থাকা লাগেজ কোচগুলির একটি বরাদ্দ করা হবে শুধুমাত্র সিনিয়র সিটিজেনদের জন্য।
গত বছর বোম্বে হাইকোর্টের এক নির্দেশের প্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আদালতের নির্দেশ ছিল, ট্রেনযাত্রায় বয়সজনিত কারণে অসুবিধায় পড়া মানুষদের যেন লাগেজ বগি দিয়ে ট্রেনে উঠতে দেওয়া হয় এবং আলাদা কোচের ব্যবস্থা করা হয়। সেই অনুযায়ী পশ্চিম রেলওয়ে এবার ১১০টি অ-শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেনে কোচ রূপান্তরের কাজ শুরু করছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকেমন হবে নতুন আসন বিন্যাস?
বর্তমানে প্রতিটি লোকাল ট্রেনে সিনিয়র সিটিজেনদের জন্য মোট ১৪টি আসন রয়েছে—তৃতীয় ও দ্বাদশ কোচে ৭টি করে। তবে, এই সংখ্যা দ্বিগুণ করে ২৮ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি রূপান্তরিত লাগেজ কোচে থাকবে ১৪টি আসন, শুধুমাত্র প্রবীণ যাত্রীদের জন্য। এই বগিগুলি ‘প্রবীণ নাগরিক’ চিহ্ন দিয়ে আলাদা করে চিহ্নিত থাকবে এবং সাধারণ শ্রেণির জন্যই থাকবে।
কোথায় হবে কোচ রূপান্তরের কাজ?
জানা গিয়েছে, ভিরার এবং মুম্বই সেন্ট্রালের কার শেডে এই কোচ পরিবর্তনের কাজ হবে। ৫.৪০ কোটি টাকা বাজেট ধার্য করা হয়েছে এই প্রকল্পের জন্য এবং ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে। যদি সব কিছু পরিকল্পনামতো চলে, তবে চলতি বছরের মধ্যেই এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
কেন এই পরিবর্তন?
রেল আধিকারিকদের মতে, ভারী লাগেজ নিয়ে যাতায়াত করা যাত্রীদের সংখ্যা এখন অনেকটাই কমেছে। সেই কারণে লাগেজ কোচগুলির একটি অংশকে পুনঃব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, প্রবীণ নাগরিকদের বাড়তি সুবিধা দিতে এই পরিবর্তন গুরুত্বপূর্ণ বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।
বর্তমানে মুম্বইয়ে প্রতিদিন প্রায় ৫০,০০০ প্রবীণ নাগরিক লোকাল ট্রেনে যাতায়াত করেন। তাঁদের যাত্রা আরও আরামদায়ক করে তুলতেই এই পদক্ষেপ।
কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (FAQ):
১. কবে থেকে নতুন আসন ব্যবস্থা চালু হবে?
পশ্চিম রেলওয়ের লক্ষ্য, ২০২৫ সালের মধ্যেই এই পরিবর্তন কার্যকর করা।
২. কে এই সুবিধা পাবে?
৬০ বছর বা তার বেশি বয়সী পুরুষ ও ৫৮ বছর বা তার বেশি বয়সী মহিলারা এই বিশেষ আসন ব্যবহারের অধিকার পাবেন।
৩. নতুন বগিতে কী অতিরিক্ত চার্জ লাগবে?
না, এটি সাধারণ শ্রেণির কোচ হবে এবং কোনও অতিরিক্ত ভাড়া লাগবে না।
৪. প্রতিটি ট্রেনে কতটি আসন বরাদ্দ করা হবে সিনিয়র সিটিজেনদের জন্য?
নতুন পরিকল্পনায় প্রতিটি ট্রেনে ২৮টি আসন রাখা হবে সিনিয়র সিটিজেনদের জন্য।
৫. লাগেজ বগি কমালে কি অন্য যাত্রীরা অসুবিধায় পড়বেন?
রেল জানিয়েছে, ভারী লাগেজ বহনকারীর সংখ্যা কমে যাওয়ায় প্রভাব তেমন পড়বে না।