ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

১০০ টাকার নোটের বিনিময়ে ৫ লাখ টাকা, নিমেষে বদলে দেবে ভাগ্য – SELL 100Rs NOTE

×
Advertisement

অনেকেই পুরনো জিনিস হাতের মুঠোয় রাখেন। অনেকে আবার পুরোনো জিনিস সংগ্রহ করতে ভালোবাসেন। বর্তমানে মানুষ পুরনো নোটও সংগ্রহে রাখতে পছন্দ করেন। আজকাল সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা ক্রমশ ভাইরাল হচ্ছে। ভাইরাল হওয়া মেসেজে বলা হচ্ছে, ১০০ টাকার এই পুরনো নোট আপনাকে ধনী করে তুলতে পারে।

Advertisements
Advertisement

১০০ টাকার এই বিশেষ নোটটি আপনাকে একদিনেই ধনী করে তুলতে পারে বলে অনেকে দাবি করছেন। এখন আপনার মনে প্রশ্ন জাগবে একশো টাকার নোটবুক কী এমন রয়েছে যার বাজার মূল্য এতো বেশি?

Advertisements

আপনিও যদি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন, তাহলে ১০০ টাকার এই বিশেষ নোটটি ভুলেও আপনার হাতছাড়া করবেন না। আন্তর্জাতিক বাজারে বিক্রি হচ্ছে ১০০ টাকার বিশেষ নোট। আর এর বিনিময়ে কয়েক লাখ টাকা খুব সহজে পাওয়া যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে এমন অনেক সংস্থা রয়েছে যারা পুরানো নোটের জন্য বিড করছে। এমন পরিস্থিতিতে ঘরে বসেই এর সুবিধা নিতে পারেন। এই নোটের বিনিময়ে আপনি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন।

Advertisements
Advertisement

old 100 rupees note

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আপনার নোটের সবচেয়ে বড় ফিচার হওয়া উচিত এই নোটের সিরিয়াল নম্বর ৭৮৬। কারণ এই নম্বর মুসলিম সম্প্রদায়ের কাছে ভাগ্যবান এবং পবিত্র বলে বিবেচিত হয়। ইসলামী লোকেরা সুখ, সমৃদ্ধি এবং শান্তির জন্য সিরিয়াল নম্বর ৭৮৬ নোট কিনে ঘরে রাখতে পছন্দ করেন। এই কারণে মানুষ বেশি দামে এই নোট কেনার জন্য আগ্রহী হন।

এই নোট বিক্রি করার জন্য আপনাকে অনলাইন কয়েন বা নোট বিক্রয় প্ল্যাটফর্মে গিয়ে নিবন্ধন করতে হবে। প্রথমে, মুদ্রার একটি ছবি ক্লিক করতে হবে। olx এর সাইটে সেই মুদ্রার একটি ফটো আপলোড করতে হবে। একটি কয়েনের বিনিময়ে আপনি কত টাকা চান তাও লিখতে পারেন। কিনতে ইচ্ছুক গ্রাহকরা আপনার বিজ্ঞাপন দেখে যোগাযোগ করে নিতে পারবেন। তারপর দরদাম করে নিতে পারেন।

Related Articles

Back to top button