Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পরাজয় ধোনির সিএসকে, ক্যাপ্টেনসিতে ধোনিকে কত নম্বর দিলেন সহবাগ, জানুন

আইপিএল এর চতুর্থ ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে 16 রানে পরাজিত হয় চেন্নাই সুপার কিংস। ম্যাচ পরবর্তী আলোচনায় এই ম্যাচে হারের জন্য ধোনির দেরিতে ব্যাটিং করতে আসাকে দায়ী করেন করেন ভারতের…

Avatar

আইপিএল এর চতুর্থ ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে 16 রানে পরাজিত হয় চেন্নাই সুপার কিংস। ম্যাচ পরবর্তী আলোচনায় এই ম্যাচে হারের জন্য ধোনির দেরিতে ব্যাটিং করতে আসাকে দায়ী করেন করেন ভারতের প্রাক্তন বিস্ফোরক ব্যাটসম্যান বীরেন্দ্র সহবাগ। তাঁর মতে স্যাম কুরান আউট হবার পর ব্যাটিং করতে আসেন কেদার যাদব। ওই সময় রানের গতি মন্থর হয়ে যায়। সহবাগের মতে ওই সময় ধোনির নিজের ব্যাটিং করতে আসা উচিৎ ছিলো।

তিনি বলেন যদি কেদার যাদবের জায়গায় নেমে ধোনি যদি প্রথমে সেট হতেন এবং শেষে আক্রমণ করা শুরু করতেন তাহলে হয়ত চেন্নাই ম্যাচটা জিতে যেত। প্রসঙ্গত উল্লেখ্য,14 নাম্বার ওভারে ব্যাট করতে আসেন ধোনি। তখন প্রায় 16 রান দরকার ছিলো প্রতি ওভারে ম্যাচ জেতার জন্য। ওই পরিস্থিতিতে নেমে তিনি অনেকগুলি বল নেন সেট হবার জন্য। ফলে প্রয়োজনীয় রান রেট অনেক বেড়ে যায় এবং আর চেষ্টা করেও ম্যাচ বাঁচাতে পারেননি ধোনি এবং ডুপ্লেসি। ম্যাচের একদম শেষ ওভারে গিয়ে তিনটি ছয় মারেন ধোনি, কিন্তু ততক্ষণে ম্যাচ তাদের হাত থেকে বেরিয়ে গিয়েছিলো।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সহবাগ ডুপ্লেসির তুলনা টেনে বোঝান যে ডুপ্লেসিও প্রথমে খুব মন্থর গতিতে খেলছিলেন কিন্তু সেট হবার পর আক্রমণাত্মক হয়ে ওঠেন। 7 টি বড় ছয়ের সহযোগে 72 রান করেন 32 বলে। ধোনির এরকমই করা উচিত ছিলো বলেই মত প্রাক্তন এই ভারতীয় ওপেনারের। এদিন বোলিং পরিবর্তনেও ধোনির অনেকগুলি ভুল হয়েছে বলে তাঁর মত। সাত নাম্বার ওভারের পর স্পিনাররা বোলিং করতে এলে তাদের উপর আক্রমণ শুরু করেন সঞ্জু স্যামসং।

মার খেলেন জাদেজা এবং পীযুষ চাওলাকে দিয়েই বোলিং করাতে থাকেন ধোনি। বারো নম্বর ওভারে লুঙ্গি এনগিডি বল করতে এসে আউট করেন স্যামসং কে। বীরুর মতে আরও আগে এনগিডি কে আনা উচিৎ ছিলো ধোনির। তাহলে স্যামসং কে আটকানো যেত বলে তার মত। তাই যদি নাম্বার দিতে হয় তাহলে ধোনিকে ওই দিনের ক্যাপ্টেন্সির জন্য দশের মধ্য চার দেবেন বলে জানান সহবাগ।

About Author