সাম্প্রতিক ভাইরাল হওয়া লুকে অভিনেত্রীকে দেখে পাগল হয়েছেন তার অগণিত ভক্তরা। লাল হাই থাই স্লিটেড, স্লিভলেস ঝকমকে পোশাকে সোশ্যাল মিডিয়ায় আগুন লাগিয়েছেন অভিনেত্রী। সাম্প্রতিক একটি বোল্ড ফটোশুটের সূত্র ধরেই এই লুকে দেখা দিয়েছেন নোরা। নুড মেকাপে, হেয়ার স্টাইল করেছিলেন তিনি। তার গলায় পোশাকের সাথে মানানসই মোটা চেনের ডিজাইনের নেকলেস ছিল। পাশাপাশি কানে ছিল মানানসই দুলও। তার চোখে মুখে ছিল চূড়ান্ত আবেদনের ছাপ। এই মুহূর্তে অভিনেত্রী নিজেই তার এই সাম্প্রতিক লুক শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়াতে, যা আপাতত ভাইরাল নেটদুনিয়ায়। বলাই বাহুল্য, লাল পোশাকে নোরা ফাতেহি চূড়ান্ত হট লুকে পারদ চড়িয়েছেন গোটা সোশ্যাল মিডিয়ার। আগুন লাগিয়েছেন ভক্তদের মনেও। আপাতত নিজের এই ঘাম ঝরানো লুকের সূত্র ধরেই চর্চিত অভিনেত্রী।
Nora Fatehi: লাল পোশাকে আবেদনময়ী নোরা ফাতেহি, অভিনেত্রীকে দেখে পাগল হলেন অনুরাগীরা
নোরা ফাতেহি নামটা অপরিচিত নয় কারোর কাছেই। তিনি বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী। ইতিমধ্যেই বলিউডের একাধিক ছবিতে কাজ করে ফেলেছেন তিনি। হিন্দি ছাড়াও আরো একাধিক ভাষার ছবিতে দেখা মিলেছে অভিনেত্রীর। একজন…

আরও পড়ুন