Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনা ভাইরাসের সংক্রমণে দ্বিতীয় মৃত্যু রাজধানী শহরে

শুক্রবার ভারতে করোনা ভাইরাসের সংক্রমণে দ্বিতীয় মৃত্যুর খবর পাওয়া গেছে। কয়েক দিন আগে দিল্লিতে ৬৯ বছর বয়সী এক মহিলার দেহে করোনা ভাইরাস সংক্রমণের পরীক্ষায় ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছিল। শুক্রবার তিনি…

Avatar

শুক্রবার ভারতে করোনা ভাইরাসের সংক্রমণে দ্বিতীয় মৃত্যুর খবর পাওয়া গেছে। কয়েক দিন আগে দিল্লিতে ৬৯ বছর বয়সী এক মহিলার দেহে করোনা ভাইরাস সংক্রমণের পরীক্ষায় ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছিল। শুক্রবার তিনি মারা গিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক এবং দিল্লির সরকারি আধিকারিকরা। এই মারণ ভাইরাসের আক্রমণে প্রথম মৃত্যুর ঘটনাটি ঘটেছিল কর্ণাটকের কালবার্গিতে, সেখানেও এক প্রবীণ নাগরিকের মৃত্যু ঘটেছিল।

সৌদি আরব থেকে ফিরে আসার পর মঙ্গলবার ৭৬ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যুও করোনা ভাইরাসের সংক্রমণে হয়েছিল বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তবে করোনা ভাইরাসের কারণেই মৃত্যু হয়েছে কিনা সে বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত ছিলেন না কর্ণাটকের স্বাস্থ্য আধিকারিক। পরে পুনের এনআইভি ল্যাব থেকে রিপোর্ট পেয়ে নিশ্চিত হয় স্বাস্থ্য দপ্তর। করোনা ভাইরাসের সংক্রমণের পাশাপাশি লোকটি নিউমোনিয়া, উচ্চ রক্তচাপ এবং হাঁপানিতেও ভুগছিলেন বলে জানা গেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ইস্কনে করোনা আতঙ্ক, চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মন্দিরে

বেশ কয়েকটি সরকারী তথ্য উল্লেখ করেছে যে, বয়স্কদের মধ্যে এই রোগটি আরও মারাত্মক আকার ধারণ করেছে। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা ৭৪ থেকে বেড়ে ৮১ তে এসে ঠেকেছে।

About Author