২০১৯ এর পর ২০২০তেও, প্রতিদিন ফাঁস হচ্ছে মাধ্যমিকের প্রশ্নপত্র। মাধ্যমিক পরীক্ষায় প্রথম দিনের পর এবার দ্বিতীয় দিনেও ফের প্রশ্নপত্র ফাঁস। মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় দিনে ইংরেজী পরীক্ষায় টিকটকের মাধ্যমে ভাইরাল প্রশ্নপত্র ঘিরে চাঞ্চল্য, প্রশাসনিক নজরদারির পরেও কিভাবে প্রত্যেকদিন একই ঘটনা ঘটছে তা নিয়ে প্রশ্ন উঠছে। এদিন বৈদ্যনাথপুর স্কুলে ইংরেজি পরীক্ষা চলাকালীন বাহারাল স্কুলের ছাত্র ওসমান আলী নামক এক পরীক্ষার্থীর কাছ থেকে একটি স্মার্টফোন উদ্ধার করেন পরীক্ষক। কেড়ে নেওয়া হয় তার খাতা।
অপরদিকে গতকালও প্রথম ভাষা বাংলার পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল প্রশ্নপত্র। মঙ্গলবারই প্রশ্নফাঁসের তদন্তে জানা যায় মালদহ থেকে প্রশ্ন ছড়ানো হয়েছে। ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিভিন্ন ব্যবস্থা নিয়েও প্রশ্নফাঁস রুখতে ব্যর্থ হওয়ায় পর্ষদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে কাল থেকেই, উঠতে শুরু করেছিল পর্ষদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now২০১৯ সালেও প্রতিদিনই পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘুরত মাধ্যমিকের প্রশ্নপত্র এবছর নিরাপত্তার জন্য পরীক্ষা শুরুর পর দু ঘন্টা বিভিন্ন জেলায় ৪২ টি ব্লকে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয় কিন্তু তারপরেও প্রশ্নপত্র ফাঁস রুখতে ব্যর্থ মধ্যশিক্ষা পর্ষদ। এ ব্যাপারে এখনো পর্যন্ত কিছু জানায়নি পর্ষদ সভাপতি। গত বছর প্রতিদিন মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসের পর এবছর পর্ষদের নেওয়া কড়া পদক্ষেপে যে কোনো কাজ হয়নি তা আবার প্রমান হয়ে গেল মাধ্যমিকের দ্বিতীয় দিনে টিকটকের মাধ্যমে প্রশ্নপত্র ভাইরাল হওয়ায়।