Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিহারে প্রথম দফার থেকে দ্বিতীয় দফায় কমেছে ভোটদানের হার

পাটলিপুত্র: করোনা পরিস্থিতির মধ্যে বিহারে বিধানসভা নির্বাচন শুরু হয়েছে। দেশ জুড়ে যখন করোনা পরিস্থিতি অব্যাহত, ঠিক তখন সমস্ত করনাবিধি এবং সামাজিক দূরত্ববিধি মেনে নির্বাচনের আয়োজন করা নির্বাচন কমিশনের কাছে একটা…

Avatar

পাটলিপুত্র: করোনা পরিস্থিতির মধ্যে বিহারে বিধানসভা নির্বাচন শুরু হয়েছে। দেশ জুড়ে যখন করোনা পরিস্থিতি অব্যাহত, ঠিক তখন সমস্ত করনাবিধি এবং সামাজিক দূরত্ববিধি মেনে নির্বাচনের আয়োজন করা নির্বাচন কমিশনের কাছে একটা চ্যালেঞ্জ। ইতিমধ্যেই বিহারে প্রথম দফার নির্বাচন বেশ কয়েকদিন আগেই হয়ে গিয়েছে। আর গতকাল মঙ্গলবার বিহারে দ্বিতীয় দফার নির্বাচন ও হয়ে গিয়েছে। কিন্তু প্রথম দফার থেকে দ্বিতীয় দফায় ভোটদানের হার কমেছে বলেই জানা গিয়েছে।

বিহারের ১৭টি জেলার ৯৪টি আসনে ভোটগ্রহণ ছিল মঙ্গলবার। দ্বিতীয় দফায় ভোটার ছিল প্রায় ২.৮৫ কোটি। দ্বিতীয় দফার নির্বাচনে লড়াইয়ে ছিলেন দেড় হাজার প্রার্থী। আর সন্ধ্যে ছটা পর্যন্ত দ্বিতীয় দফায় ভোট পড়ে ৫৫.৫১ শতাংশ। আর প্রথম দফায় ভোট পড়েছিল ৫৫.৫৯ শতাংশ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত, প্রত্যেক বুথে দেড় হাজারের বদলে ১০০০ করে ভোটাররা ভোটদান করছে। প্রত্যেক বুথে ঢোকার মুখে ছিল থার্মাল স্ক্রিনিং এবং স্যানিটাইজেশনের ব্যবস্থা। এমনকি প্রথম দফার নির্বাচনের মতো দ্বিতীয় দফার নির্বাচনেও নির্দিষ্ট সময় অন্তর স্যানিটাইজ করা হয় ব্যালট মেশিনকে। যারা করোনায় আক্রান্ত তাদের ভোটদানের জন্য দিনের শেষ ঘন্টাকে ব্যবহার করা হয়। সব মিলিয়ে শান্তিপূর্ণভাবেই বিহারের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ হয়।

About Author