বিশাখাপত্তনম এ দ্বিতীয় একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১০৭ রানে পর্যদুস্ত করলো ভারত। এর পাশাপাশি তিন ম্যাচের সিরিজে সমতা ফেরালো ভারত। চেন্নাইতে প্রথম ম্যাচ হারার পর আজকের ম্যাচ ডু-অর-ডাই হয়ে গিয়েছিল ভারতের কাছে। আজকে হারলেই সিরিজ দখল করে নিতো ওয়েস্ট ইন্ডিজ তাই ভারত মরিয়া ছিল এই ম্যাচ জিততে।
শুরুতেই ভারতীয় দুই ওপেনার রোহিত ও রাহুল প্ল্যাটফর্ম সেট করে দেন ভারতীয় ব্যাটসম্যানদের পক্ষে। এরপর শ্রেয়স আইয়ার ও রিষভ পন্থের অনবদ্য ব্যাটিং ভারতকে পৌঁছে দেন ৩৮৭ রানের বিশাল লক্ষ্যে। রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার এভিন লুইস ও শাই হোপ ভালো শুরু করেছিলেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : দানবীয় ব্যাটিং রিষভ ও শ্রেয়সের
দ্বিতীয় ম্যাচে দলে আসা শার্দুল ঠাকুর ভারতকে প্রথম উইকেটটি এনে দেন এভিন লুইস কে ফিরিয়ে দিয়ে। শ্রেয়স আইয়ার অসাধারণ ক্ষিপ্রতায় সিমরন হেটমায়ারকে রান আউট করেন। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। কুলদীপ যাদব এদিন তার একদিনের ক্রিকেট ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিক টি করেন। মহম্মদ শামি কিমো পল কে আউট করে ওয়েস্ট ইন্ডিজের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন।