তিন ম্যাচের একদিনের সিরিজে প্রথম ম্যাচে হেরে ০-১ এ পিছিয়ে ভারত। দ্বিতীয় ম্যাচটি ভারতের কাছে মরণ-বাঁচন কারণ। এই ম্যাচটি কিউইরা জিততে পারলেই সিরিজ পকেটে পুরে নেবে তাই দ্বিতীয় ম্যাচটি জিতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া ভারত। প্রথম ম্যাচে ভারতের ব্যাটিং ভালো হলেও বোলিং একেবারেই ভালো হয়নি কারণ ৩৪৮ রানের বিশাল লক্ষ্য দিয়েও তা প্রতিরোধ করতে পারেনি বুমরাহ-শামি-কুলদীপরা। তাই দ্বিতীয় ম্যাচে ভারতের বোলিং লাইন আপে কয়েকটি পরিবর্তন হতে চলেছে।
প্রথম ম্যাচে কুলদীপ যাদবের বোলিং ও ফিল্ডিং এ খুশি নন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি তাই দ্বিতীয় ম্যাচে তার পরিবর্তে দলে আসতে চলেছেন যুজবেন্দ্র চাহাল। শার্দুল ঠাকুর প্রথম ম্যাচে মার্টিন গাপটিলের উইকেট পেলেও ৯ ওভার বল করে ৮০ রান দিয়ে ফেলেছেন তিনি। এছাড়া তার বলের গতি সেরকম না থাকার জন্য নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের চাপে ফেলতে পারেননি তিনি তাই দ্বিতীয় ম্যাচে শার্দুল ঠাকুরের পরিবর্তে নবদীপ সাইনি দলে আসতে চলেছেন। আর বাকি দল একই থাকবে বলে আশা করা যাচ্ছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : ফের মাঠে নামবেন যুবরাজ, প্রথম ১১ জনের দলে জায়গা পেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান
সম্ভাব্য ভারতীয় একাদশ
পৃথ্বী শ, মায়াঙ্ক আগরওয়াল, বিরাট কোহলি(অধিনায়ক), শ্রেয়স আইয়ার, কে এল রাহুল(উইকেটরক্ষক), কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, নবদীপ সাইনি, জসপ্রিত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল।