নিউজরাজ্য

Indian railways: কবে থেকে আবারো ঠিক হবে শিয়ালদা-রানাঘাট লাইনের ট্রেন চলাচল? জানিয়ে দিল

বেশ কিছুদিন ধরেই শিয়ালদা থেকে রানাঘাট অবধি রেল চলাচল নিয়ে সমস্যা চলছিল শিয়ালদা উত্তর শাখায়

Advertisement
Advertisement

পূর্ব রেলের শিয়ালদহ রানাঘাট শাখার তৃতীয় লাইন চালু করার জন্য প্রয়োজনীয় কাজ আগেই সম্পন্ন হয়ে গিয়েছে। আজ সোমবার কমিশনার অফ রেলওয়ে সেফটির পরিদর্শনের পর এই শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে রেল সুত্রে খবর। তবে তৃতীয় লাইন এবং তার সুরক্ষা সংক্রান্ত ব্যবস্থাপনা আজ খতিয়ে দেখার কথা রয়েছে রেলওয়ে সেফটি কমিশনারের। লাইন পরীক্ষার পরে তিনি ছাড়পত্র দিনের শিয়ালদহ রানাঘাট শাখার তৃতীয় লাইন খুলে দেওয়ায় আর কোনরকম বাধা-বিপত্তি থাকবে না।

Advertisement
Advertisement

রেল সুত্রে খবর, সোমবার বিকেলের পর থেকেই পরিষেবা সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়ে যাবে এবং ওই শাখায় নৈহাটি থেকে কল্যাণীর মধ্যে চালু হবে স্বয়ংক্রিয় সিগনালিন ব্যবস্থা। ইতিমধ্যেই এই সিগন্যালিং পরীক্ষা করেছেন কমিশনার। তৃতীয় লাইনের কাজের জন্য দশ দিন যাবত শিয়ালদহ রানাঘাট শাখায় প্রচুর ট্রেন বাতিল ছিল।

Advertisement

যদিও এর আগে গত শনিবার পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ অপারেশন ম্যানেজার প্রভাস দানসানা এবং শিয়ালদহের ডিআরএম এই যাবতীয় কাজ খতিয়ে দেখেছেন। রেল সূত্রে খবর, মূল কাজ ইতিমধ্যেই নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button