Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউনের মধ্যেই ভোলবদল শিয়ালদহ স্টেশনের, কি কি পরিবর্তন হল জানুন

করোনা পরিস্থিতিতে একেবারে বদলে যাচ্ছে শিয়ালদহ স্টেশন। দীর্ঘদিন ধরে লকডাউনের জেরে বন্ধ রয়েছে ট্রেন চলাচল, নেই সেই ভিড়, ঠেলাঠেলি। নেই সেই ট্রেন ধরার জন্য ছুটোছুটি। পুরো স্তব্দ এই শিয়ালদহ। কিন্তু…

Avatar

করোনা পরিস্থিতিতে একেবারে বদলে যাচ্ছে শিয়ালদহ স্টেশন। দীর্ঘদিন ধরে লকডাউনের জেরে বন্ধ রয়েছে ট্রেন চলাচল, নেই সেই ভিড়, ঠেলাঠেলি। নেই সেই ট্রেন ধরার জন্য ছুটোছুটি। পুরো স্তব্দ এই শিয়ালদহ। কিন্তু জানেন কি এই স্টেশনের ভিতরে এখন জোরকদমে কাজ চলছে। একেবারে ভোল বদল হয়ে যাচ্ছে এই ব্যস্ততম স্টেশনের। এবার ট্রেন থেকে নেমেই বাজার করতে পারবেন আমজনতা কিংবা ট্রেনে ওঠার আগেও করে নিতে পারেন বাজার বা শপিং।

ভাবছেন যে কি সব বলছি। এবার বিষয়টা খোলসা করেই বলা যাক। শিয়ালদহ স্টেশনেই এবার পেয়ে যাবেন যাবতীয় ব্র্যান্ডেড জিনিস। জুতো, জামা, খাবার এমনকি বিউটি পার্লার। এবার শিয়ালদহ স্টেশনে ৫ বছরের চুক্তিতে শপিং মল ভাড়া দিয়েছে পঞ্চদ্বীপ কন্সট্রাকশনকে। এই জন্য রেল পাবে ৬ কোটি টাকা। ভিআইপি লাউঞ্জের প্রথম তলায় ১৪ হাজার বর্গ ফুটে এই মল তৈরী হচ্ছে। হাওড়া কর্পোরেশনের সঙ্গে কাজ করেছে সংস্থাটি। স্পেনসার্স, খাদিম, বাজার কলকাতার সঙ্গে প্রাথমিক কথাবার্তাও হয়েছে সংস্থার। ব্র্যান্ডেড এই সংস্থাগুলি আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন শিয়ালদহের এক কমার্শিয়াল ম্যানেজার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে শুধু শপিং মল হবে এমনটা নয়, স্টেশনের পুরো চেহারা বদল করা হচ্ছে। লকডাউনকে কাজে লাগিয়ে সৌন্দর্যায়ন করছে শিয়ালদহ ডিভিশন। এখন স্টেশনের গেট রং করা হয়েছে। পিলারগুলিতে দেওয়া হয়েছে কলকা। সাউথ কনকর্স গ্রানাইডে মুড়ে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় বসানো হয়েছে ম্যুরাল। বসেছে চলমান সিঁড়ি। ফলস সিলিং, এলইডি লাইট, গ্রানাইটের কভারে সাজানো হয়েছে স্টেশন। শিয়ালদহ স্টেশনের এই সৌন্দর্য দেখে অবাক হবেন সমস্ত যাত্রীরা।

About Author