Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Sealdah Local Trains: আরও ৩টি লোকাল ট্রেন নামছে শিয়ালদা দক্ষিণে, কোন রুটে চলবে, কবে থেকে?

যাত্রীদের ভিড়ে হাঁসফাঁস শিয়ালদা দক্ষিণ শাখা। যাত্রীচাপ সামলাতে অবশেষে বড় সিদ্ধান্ত রেলের। পরীক্ষামূলকভাবে চালু হতে চলেছে তিনটি নতুন ইএমইউ স্পেশ্যাল ট্রেন। মূলত ডায়মন্ড হারবার সেকশনের জন্যই এই বিশেষ পরিষেবা চালু…

Avatar

যাত্রীদের ভিড়ে হাঁসফাঁস শিয়ালদা দক্ষিণ শাখা। যাত্রীচাপ সামলাতে অবশেষে বড় সিদ্ধান্ত রেলের। পরীক্ষামূলকভাবে চালু হতে চলেছে তিনটি নতুন ইএমইউ স্পেশ্যাল ট্রেন। মূলত ডায়মন্ড হারবার সেকশনের জন্যই এই বিশেষ পরিষেবা চালু করা হচ্ছে। সকালবেলার রাশ আওয়ারে ট্রেন না পেয়ে সমস্যায় পড়েন অসংখ্য যাত্রী। সেই ভোগান্তি কমাতেই রেলের এই নতুন পদক্ষেপ।

রেল সূত্রে খবর, প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন সোনারপুর, বালিগঞ্জ ও ডায়মন্ড হারবারের মধ্যে। বিশেষ করে অফিস টাইমে এবং স্কুল-কলেজগামী যাত্রীদের চাপ থাকে তুঙ্গে। নতুন তিনটি ট্রেনের সময়সূচিও ইতিমধ্যেই চূড়ান্ত করেছে শিয়ালদা ডিভিশন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কীভাবে চলবে এই নতুন তিনটি ইএমইউ ট্রেন?

১. প্রথম ট্রেনটি চলবে সোনারপুর থেকে ডায়মন্ড হারবার। এটি ভোর ৫টায় ছেড়ে ৫:৫৮টায় পৌঁছবে গন্তব্যে।
২. দ্বিতীয় স্পেশ্যাল ট্রেনটি চলবে ডায়মন্ড হারবার থেকে বালিগঞ্জ। ছাড়বে সকাল ৬:৩০টায়, পৌঁছবে ৭:৫৬টায়
৩. তৃতীয় ট্রেনটি চলবে বালিগঞ্জ থেকে সোনারপুর। ছাড়বে সকাল ৮:১৪টায়, পৌঁছবে ৮:৩৩টায়

রেল সূত্রে আরও জানা গিয়েছে, নতুন পরিষেবা ছাড়াও বদল আনা হচ্ছে একটি পুরনো ট্রেনের সময়ে। ৩৪৮৮২ নম্বর সোনারপুর-ডায়মন্ড হারবার লোকাল ট্রেনটি আগে ছাড়ত সকাল ৪:৫০টায়, এখন তা ১০ মিনিট আগে, অর্থাৎ ৪:৪০টায় ছাড়বে। পৌঁছবে ৫:৪৫টায়

শিয়ালদা রেল বিভাগের এক আধিকারিক জানান, “প্রতিদিন সকালবেলায় ডায়মন্ড হারবার লাইনে যাত্রীদের চাপ বেড়ে যাচ্ছে। নতুন ট্রেনগুলি চালু হলে যাত্রীরা অনেকটাই স্বস্তি পাবেন। বিশেষ করে বালিগঞ্জগামী যাত্রীদের ক্ষেত্রে তা উল্লেখযোগ্য হবে।”

এর আগে উত্তর শাখার দমদম ক্যান্টনমেন্ট থেকে বনগাঁ রুটে পাঁচটি ইএমইউ চালু করে সাফল্য পেয়েছে শিয়ালদা বিভাগ। এবার সেই সফলতার পথ ধরে দক্ষিণ শাখাতেও নজর দেওয়া হচ্ছে। নতুন ট্রেন পরিষেবা পেয়ে খুশি যাত্রীরা। তাঁদের মতে, “এতদিন সকালবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গন্তব্যে পৌঁছাতে হতো। এখন অন্তত কিছুটা আরাম মিলবে।”

FAQ – এই নতুন ট্রেন পরিষেবা নিয়ে সাধারণ প্রশ্ন

১. এই নতুন ইএমইউ ট্রেনগুলি কখন থেকে চালু হচ্ছে?
পরীক্ষামূলকভাবে খুব শীঘ্রই পরিষেবা চালু করা হবে, তারিখ শীঘ্রই ঘোষণা করবে রেল।

২. এই ট্রেনগুলির রুট কী?
সোনারপুর-ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার-বালিগঞ্জ এবং বালিগঞ্জ-সোনারপুর রুটে চলবে।

৩. নতুন ট্রেনগুলি কি প্রতিদিন চলবে?
হ্যাঁ, প্রতিদিন পরিষেবা দেওয়া হবে বলে জানানো হয়েছে রেল কর্তৃপক্ষের তরফে।

৪. কোন পুরনো ট্রেনের সময় বদল হচ্ছে?
সোনারপুর-ডায়মন্ড হারবার লোকাল (৩৪৮৮২) এখন থেকে ৪:৪০টায় ছাড়বে।

৫. সাধারণ যাত্রীরা কী বলছেন এই পরিষেবা নিয়ে?
অধিকাংশ যাত্রীই খুশি। সকালবেলার যাত্রা আগের তুলনায় আরামদায়ক হবে বলে মত তাঁদের।

About Author