Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শিয়ালদহ ডিভিশনে মিলল পুজোর উপহার, কোন রুটে ছুটবে নতুন এসি লোকাল? – AC Local Train

পুজোর আগে যাত্রীদের জন্য আসছে সুখবর। শিয়ালদহ ডিভিশনে আরও দুটি এসি লোকাল চালু করার ঘোষণা করেছে পূর্ব রেল। ইতিমধ্যেই রানাঘাট-শিয়ালদহ শাখায় চালু হওয়া এসি লোকালে বিপুল সাড়া পাওয়া গেছে। সেই…

Avatar

পুজোর আগে যাত্রীদের জন্য আসছে সুখবর। শিয়ালদহ ডিভিশনে আরও দুটি এসি লোকাল চালু করার ঘোষণা করেছে পূর্ব রেল। ইতিমধ্যেই রানাঘাট-শিয়ালদহ শাখায় চালু হওয়া এসি লোকালে বিপুল সাড়া পাওয়া গেছে। সেই উৎসাহকেই সামনে রেখে এবার শিয়ালদহ-বনগাঁ এবং শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি জংশন রুটে এসি লোকাল চালানোর সিদ্ধান্ত হয়েছে। দুর্গাপুজোর ভিড় সামলাতে এবং যাত্রীদের জন্য আরামদায়ক যাত্রার ব্যবস্থা করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে রেল।

নতুন এসি লোকাল কোন রুটে চলবে

সোমবার শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা এক সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার ঘোষণা করেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
  • শিয়ালদহ-বনগাঁ এসি লোকাল: বনগাঁ থেকে ট্রেন রানাঘাট পর্যন্ত যাবে। পথে বিধাননগর, দমদম, দমদম ক্যান্টনমেন্ট, মধ্যমগ্রাম, বারাসত, দত্তপুকুর, হাবরা, গোবরডাঙা ও ঠাকুরনগর স্টেশনে থামবে।

  • শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি জংশন এসি লোকাল: শিয়ালদহ থেকে শুরু করে বিধাননগর, দমদম, বেলঘরিয়া, সোদপুর, খড়দহ, বারাকপুর, শ্যামনগর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদহ ও রানাঘাটে দাঁড়িয়ে কৃষ্ণনগর পৌঁছবে।

ডিআরএম জানিয়েছেন, নতুন দুটি এসি রেক আনা হবে। মেট্রো পরিষেবার মতো এখানেও যাত্রীসংখ্যা বাড়ছে, তাই রেলের তরফে অতিরিক্ত রেক চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভাড়া নির্ধারণ

যাত্রীদের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে রুট ও স্টেশনভেদে—

  • শিয়ালদহ-বনগাঁ রুট:

    • দমদম ক্যান্টনমেন্ট: 35

    • মধ্যমগ্রাম, বারাসত: 60

    • দত্তপুকুর: 85

    • হাবরা: 90

    • গোবরডাঙা, ঠাকুরনগর: 105

    • বনগাঁ: 120

  • শিয়ালদহ-কৃষ্ণনগর রুট:

    • বেলঘরিয়া: 40

    • সোদপুর, খড়দহ, বারাকপুর: 60

    • শ্যামনগর: 85

    • নৈহাটি: 90

    • কাঁচরাপাড়া, কল্যাণী: 95

    • চাকদহ: 105

    • রানাঘাট: 120

    • কৃষ্ণনগর সিটি জংশন: 140

যাত্রীদের প্রতিক্রিয়া

গত মাসে চালু হওয়া রানাঘাট-শিয়ালদহ এসি লোকালে প্রচুর যাত্রী ভিড় হচ্ছে। সাধারণ যাত্রীদের বক্তব্য, ভিড়ের দিনেও এসি লোকালে যাত্রা অনেকটাই আরামদায়ক। দুর্গাপুজোর আগে এই নতুন দুটি রুটে এসি লোকাল চালু হলে যাত্রীদের মধ্যে উৎসাহ আরও বাড়বে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।

উৎসবের ভিড় সামলাতে বাড়তি সুবিধা

সেপ্টেম্বরের শেষ থেকেই শুরু হচ্ছে দুর্গাপুজো। পুজোর সময় ঠাকুর দেখার জন্য হাজার হাজার মানুষ প্রতিদিন শহরে ঢোকেন ও বেরোন। লোকাল ট্রেনে তখন উপচে পড়া ভিড় হয়। তাই উৎসবের আগে এই নতুন পরিষেবা যাত্রীদের ভ্রমণকে কিছুটা হলেও সহজ করবে।

ভবিষ্যতের পরিকল্পনা

পূর্ব রেল সূত্রে খবর, আগামী দিনে অন্য শাখাতেও ধাপে ধাপে এসি লোকাল চালানোর পরিকল্পনা রয়েছে। বাড়তে থাকা যাত্রী চাহিদার সঙ্গে তাল মিলিয়ে রেলের এই পদক্ষেপ যাত্রী পরিষেবার মান উন্নত করবে বলে মনে করা হচ্ছে।

About Author