Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাড়ছে সমুদ্রের জলস্তর, সমুদ্রে তলিয়ে যেতে পারে কলকাতা, মুম্বই সহ একাধিক শহর

করোনার সাথে লড়াইয়ে ব্যস্ত দুনিয়া। আর এই সময়েই বিজ্ঞানীদের একটি রিসার্চ যা ঘুম উড়িয়ে দিয়েছে বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্র নেতাদের। সম্প্রতি শীর্ষস্থানীয় একদল আন্তর্জাতিক বিজ্ঞানীরা একটি সমীক্ষা চালান, সেখানে তারা…

Avatar

করোনার সাথে লড়াইয়ে ব্যস্ত দুনিয়া। আর এই সময়েই বিজ্ঞানীদের একটি রিসার্চ যা ঘুম উড়িয়ে দিয়েছে বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্র নেতাদের। সম্প্রতি শীর্ষস্থানীয় একদল আন্তর্জাতিক বিজ্ঞানীরা একটি সমীক্ষা চালান, সেখানে তারা জানাচ্ছেন সমুদ্রের জলস্তর বাড়ছে ভয়ানক ভাবে। প্রত্যাশার থেকে অনেক দ্রুত বাড়ছে সমুদ্রের জলস্তর। ওই সমীক্ষার রিপোর্টে বিজ্ঞানীরা বলছেন, ২১০০ সালে সমুদ্রের জলস্তর বাড়বে এক মিটার এবং ২৩০০ সালের মধ্যে জলস্তর বাড়বে পাঁচ মিটার।

সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিকাল ইউনিভার্সিটি, আমেরিকা যুক্তরাষ্ট্রের ডারহাম বিশ্ববিদ্যালয়, মার্কিন ‘টুফ্টস বিশ্ববিদ্যালয় এবং জার্মানির পটসডাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইমপ্যাক্টের বিজ্ঞানীরা এই সমীক্ষায় সামিল ছিলেন। তারা জানাচ্ছেন, বিগত কয়েক বছর ধরেই বিশ্ব উষ্ণায়নের জন্য সমুদ্রের জলস্তর বাড়ছে। বর্তমানে জলস্তর বাড়ার পরিমাণ আগের থেকে অনেকটাই বেশি হয়েছে। এরকম চলতে থাকলে মানব সভ্যতা হুমকির মুখে পড়বে বলে মত তাদের।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিশ্ব উষ্ণায়নের ফলে গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকার বরফ হু হু করে গলছে। যার ফলে বাড়ছে সমুদ্রের জলস্তর। রিপোর্টে জানা যাচ্ছে, সমুদ্র তীরবর্তী জনপদ গুলি এর ফলে সবচেয়ে বেশি প্রভাবিত হবে। ভারতের কলকাতা, মুম্বইয়ের মতো শহর বা আমেরিকার নিউইয়র্ক বা চীনের সাংহাইয়ের মতো সমুদ্র তীরবর্তী শহর গুলিতে এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে। সমীক্ষায় বিজ্ঞানীরা জানাচ্ছেন, বিশ্ব উষ্ণায়ন ২ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ না রাখতে পারলে এই ভয়ঙ্কর দিন আসতে সময় লাগবে না।

About Author