Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৪ টি বিশালাকার জ্যোতিষ্ক, মহাকাশে ১৯ টি শিলা আবিষ্কার করলেন বিজ্ঞানীরা

অরূপ মাহাত: ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) পৃথিবীর নিকটে আসা যাওয়া করা গ্রহাণু এবং ধূমকেতুগুলির উপর প্রতিনিয়ত নজর রেখে চলেছে। মার্কিন এই মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে যে, ৪ টি…

Avatar

অরূপ মাহাত: ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) পৃথিবীর নিকটে আসা যাওয়া করা গ্রহাণু এবং ধূমকেতুগুলির উপর প্রতিনিয়ত নজর রেখে চলেছে। মার্কিন এই মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে যে, ৪ টি গ্রহাণু আমাদের গ্রহের ৪.৬ মিলিয়ন মাইলের মধ্যে উড়ে যাবে। গ্রহাণুগুলির মধ্যে সবচেয়ে বড়টির আকার আনুমানিক ৪০০ ফুট হবে এবং তুলনামূলকভাবে ছোট আকারের গ্রহাণুটি ৪৯ ফুটের হবে। এই গ্রহাণুগুলি ২২ শে জুলাই খুব কাছাকাছি এসে পৌঁছাবে। আকারে বিশাল হলেও গ্রহাণুগুলি থেকে তেমন ভয়ের আশঙ্কা নেই বলেই জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা।

অন্য আরও গ্রহাণুগুলির আকার ২০০ ফুট, ৪৮০ ফুট ও ১৫০ ফুটের হবে। গ্রহাণুগুলি যথাক্রমে ২৩, ২৪ ও ২৫ জুলাই পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে যাবে। তবে, এদের কারো থেকেই পৃথিবীর তেমন ক্ষতির কোন সম্ভবনা নেই, এগুলো কেবল দ্রুত গতিতে পৃথিবীকে অতিক্রম করে যাবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই চারটি গ্রহাণু ছাড়াও, সাও পাওলো স্টেট ইউনিভার্সিটি অফ জিওসেসিয়েন্স অ্যান্ড এক্সট্যাক্ট সায়েন্সেসের বিজ্ঞানীরা বৃহস্পতি এবং নেপচুনের কক্ষপথে ১৯ টি মহাকাশীয় শিলার আবিষ্কার করেছেন। এরা অবশ্য সৌরজগতের বাইরে ঘোরে। এই মহাকাশ শিলাগুলি সেন্টার হিসাবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। আমাদের সৌরজগতের আশেপাশের অস্বাভাবিক কক্ষপথের কারণে এদের চিহ্নিত করা হয়েছিল।

About Author