দ্বিতীয়ার্ধের শুরুতেও একইভাবে নড়বড়ে, বেসামাল দেখায় ইস্টবেঙ্গলকে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে দলের হয়ে দ্বিতীয় গোল করেন সেই লে ফন্দ্রেই। তারপর ম্যাচের বয়স যখন ৫৯ মিনিট, তখন স্যান্টানার গোলে স্কোরলাইন হয় ৩-০। আর তিনটি গোল হজম করার পর কোনওভাবেই মাথা তুলে দাঁড়াতে পারেনি ফাউলারের ছেলেরা। তাই অবশেষে দ্বিতীয় ম্যাচেও লজ্জার হার হেরে মাঠ ছাড়তে হয়েছে এসসি ইস্টবেঙ্গলকে।HALF-TIME | #MCFCSCEB @A1F1E9's 2nd of the campaign sees @MumbaiCityFC head into the break with their noses in front!#HeroISL #LetsFootball pic.twitter.com/8z0VvLcmBa
— Indian Super League (@IndSuperLeague) December 1, 2020
FULL-TIME | #MCFCSCEB
— Indian Super League (@IndSuperLeague) December 1, 2020
3️⃣ points in the bag for @MumbaiCityFC with the biggest win of the season so far!#HeroISL #LetsFootball pic.twitter.com/fR6ilFVyXy