ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ঘরে বসেই মাত্র ৪৫ মিনিটে ৫ লক্ষ টাকার লোণের সুবিধা দিচ্ছে SBI, জানুন কিভাবে আবেদন করবেন

Advertisement
Advertisement

লকডাউনের ফলে প্রবল ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের অর্থনীতি। বন্ধ উৎপাদন, ফলে ছোট ব্যবসায়ের সাথে যুক্ত মানুষরা খুবই ক্ষতির মুখে পড়েছেন। তাদের জন্য এবার জরুরি ঋণ প্রকল্প নিয়ে এলো এসবিআই। এসবিআই এর কোনো গ্রাহক বাড়িতে বসেই পেতে পারেন এই লোন। শুধুমাত্র অনলাইনে আবেদন করলেই হবে, লোনের টাকা সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তবে শুধুমাত্র এসবিআই এর গ্রাহকরাই পাবে বিশেষ এই লোনের সুবিধা।

Advertisement
Advertisement

এসবিআই এর এই লোন প্রকল্পের নাম Xpress Credit Personal Loan. এই লোন প্রকল্পের আওতায় একজন গ্রাহক ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারেন। এই লোনের জন্য ১০.৫০% সুদ দিতে হবে। এসবিআই এর তরফে জানানো হয়েছে, এই লোনের জন্য আবেদন করার ৪৫ মিনিটের মধ্যেই লোন গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। এসবিআই আরও জানিয়েছে, মে মাসে এই লোন নিলে অক্টোবর পর্যন্ত ইএমআই এর টাকা দিতে হবেনা। অর্থাৎ ছয় মাস পর থেকে ইএমআই এর টাকা দিতে হবে।

Advertisement

কিভাবে এই লোনের জন্য আবেদন করবেন দেখে নিন

Advertisement
Advertisement

এই লোনের জন্য আপনাকে ব্যাংকে নথিভুক্ত নম্বর থেকে একটি এসএমএস পাঠাতে হবে। এসএমএসে গিয়ে টাইপ করুন ‘PAPL<space>ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের শেষ চার ডিজিট’। এবার এই এসএমএসটি পাঠিয়ে দিন ৫৬৭৬৭৬ নম্বরে। আপনি মেসেজটি পাঠানোর পর এই লোনের জন্য আপনি উপযুক্ত কিনা তা জানানো হবে ব্যাংকের তরফে। যদি উপযুক্ত হন তবে ব্যাংকের তরফে এসএমএসেই আপনাকে একটি লিংক পাঠানো হবে। সেই লিংকে ক্লিক করে আপনি লোনের জন্য আবেদন করতে পারবেন।

এছাড়াও SBI YONO অ্যাপের মাধ্যমেও আপনি লোনের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে অ্যাপে গিয়ে আবেদন করার পর আপনার রেজিস্টার্ড নম্বরে একটি OTP আসবে। নির্দিষ্ট জায়গায় OTP দিলেই আপনার লোন অ্যাপ্রুভ হয়ে যাবে।

Advertisement

Related Articles

Back to top button