ইয়েস ব্যাংকের সঙ্কটে পাশে দাঁড়ালো দেশের বৃহত্তম ব্যাংক এসবিআই। ইয়েস ব্যাংকে ৭,২৫০ কোটি টাকা বিনিয়োগ করবে এসবিআই। এদিন তারই অনুমোদন পেয়ে গেলো তারা। এর ফলে ইয়েস ব্যাংকের ৪৯% শেয়ার এসবিআই এর হাতে আসবে। শেয়ার প্রতি ১০ টাকা দরে ইয়েস ব্যাংকের মোট ৭,২৫০ কোটি টাকার শেয়ার কিনতে চলেছে এসবিআই।
এর আগে ৫ই মার্চ ইয়েস ব্যাংকের গ্রাহকদের টাকা তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ইয়েস ব্যাংকের গ্রাহকরা সর্বোচ্চ ৫০,০০০ টাকা তুলতে পারবে বলে জানায় দেশের শীর্ষ ব্যাংক। বিশেষ কিছু ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তোলা যাবে বলে জানানো হয়। ইয়েস ব্যাংকের পরিচালন কমিটি ভেঙে ফেলা হয়। এসবিআই এর প্রাক্তন সিএফও কে বসানো হয় ইয়েস ব্যাংকের শীর্ষে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : করোনার প্রভাব উড়ানেও, ৯৮৭ টাকা থেকে শুরু বিমানভাড়া
ইয়েস ব্যাংককে বাঁচাতে এসবিআই এর শরণাপন্ন হয় রিজার্ভ ব্যাংক। এরপর এসবিআই ইয়েস ব্যাংকের ৪৯% শেয়ার কেনার জন্য অনুমোদন চায় কেন্দ্রীয় সরকারের কাছে। এদিন সেই অনুমোদনই দেওয়া হয়েছে এসবিআইকে। এর ফলে ৭,২৫০ কোটি টাকা ইয়েস ব্যাংকে বিনিয়োগ করে বেসরকারি এই ব্যাংকের ৪৯% শেয়ার কিনবে এসবিআই। ডুবতে বসা ইয়েস ব্যাংকের এই বিপুল পরিমাণ শেয়ার কেনার পর ব্যাংকের গ্রাহকরা যে অনেকটাই চাপমুক্ত হবেন সেকথা বলাই যায়।